Sasraya News

Sunday, March 16, 2025

Bhart Jodo Nyay Yatra : রাহুলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মহম্মদ সেলিমদের

Listen

সাশ্রয় নিউজ ★ রঘুনাথগঞ্জ : কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী-এর (Rahul Gandhi) নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bhart Jodo Nyay Yatra) এদিন মুর্শিদাবাদে প্রবেশ করে। রাহুল গান্ধী মালদায় ভারত জোড়ো ন্যায় যাত্রা-এর (Bharat Jodo Nyay Yatra) কর্মসূচী সম্পন্ন করে বৃহস্পতিবার ফারাক্কা হয়ে ঢোকেন মুর্শিদাবাদে। কর্মসূচীর মাঝে মধ্যাহ্ন ভোজন করেন রঘুনাথগঞ্জে। সেখানেই রাজ্য সিপিআই (এম) (CPIM)  -এর শীর্ষ নেতৃত্ব অপেক্ষা করছিলেন কংগ্রেস সাংসদ তথা শীর্ষ নেতা রাহুল গান্ধী-এর সঙ্গে দেখা করার জন্য।

ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় রাহুল গান্ধী ও অধীর চৌধুরী। ছবি : সংগৃহীত

 

প্রসঙ্গত, এদিন সিপিআই (এম) নেতৃত্ব কংগ্রেসের (Congress) আহ্বানে সাড়া দিয়ে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-তে (Bharat Jodo Nyay Yatra) যোগ দেন। ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A.) জোটের অন্যতম শরিক দল সিপিআই(এম)। রঘুনাথগঞ্জে সিপিআই (এম) নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেন রাহুল ও অধীররা। প্রায় ৪৫ মিনিট সেই বৈঠক হয় বলে উল্লেখ। সিপিআই (এম)-এর প্রতিনিধি দলে ছিলেন, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সিপিআই (এম)-এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা, যুব নেতা শতরুপ ঘোষ। সেখান থেকে বেরিয়ে সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “আমরা ভারত জোড়ো ন্যায় যাত্রা” সমর্থন করি। রাহুল গান্ধী সহ কংগ্রেসকে স্বাগত জানিয়েছি।”

জনতার মাঝে রাহুল গান্ধী ও অধীর চৌধুরী। ছবি : সংগৃহীত

 

অন্যদিকে ‘ইন্ডিয়া জোটের আরেক শরিক দল, তৃণমূল কংগ্রেস রাজ্যে একলা চলো নীতি নিয়েছে। তা আগেই সকলের কাছে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন সমঝোতা বিষয়টি বেশি দূর এগোয়নি। বলা ভালো, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের ভেতর আসন সমঝোতা সংক্রান্ত বিষয়টি এমুহূর্তে বিশবাঁও জলে।

রাহুল গান্ধী’র সঙ্গে সিপিআই (এম) নেতাদের বৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ কড়া প্রতিক্রিয়া দেন। শ্রী ঘোষ-এর কথায়, ‘রাহুল গান্ধী’র সঙ্গে আজ যে সিপিএম বৈঠক আদিখ্যেতা করে ছবি তুলেছে, তারাই রাহুলের ঠাকুমাকে বলেছিল ডাইনি ; রাহুলের বাবার কার্টুন এঁকে দেওয়াল লিখেছিল : গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। তাঁকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির সঙ্গে হাতও মিলিয়েছিল। এখন একা লড়লে ৪২ আসনে জমানত জব্দ ; তাই পাগলের মতো হ্যাংলামি করে বেড়াচ্ছে।’

জনতার ভিড়ে রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রা। ছবি : সংগৃহীত

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুরে জেলা সফরে ছিলেন। সেখানে জনসভাও করেন। এদিন সিপিআই (এম) রাজ্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাহুল গান্ধী ও অধীর চৌধুরী’র রুদ্ধদ্বার বৈঠককে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। শান্তিপুরের সভা থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবারও স্পষ্ট বলেন, পশ্চিমবঙ্গে জোট না হওয়ার কথা। তাঁর কথায়, ‘বাংলায় আমরা একা লড়ব।’ তার পরেই তিনি কংগ্রেস ও সিপিআই (এম)-কে একযোগে কটাক্ষ করে বলেন, ‘আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে। বিজেপি’কে সাহায্য করার জন্য। আমি সিপিএম করি না। আমি বিজেপি করি না। আমি মা মাটি মানুষ করি।’

সমস্ত ছবি : সংগৃহীত

আরও খবর : Mamata Banerjee-Mahua Maitra : কৃষ্ণনগর কেন্দ্রে ফের মহুয়াতেই ভরসা মমতার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment