Sasraya News

Saturday, March 15, 2025

Basanta Utsab Kalna : কালনায় বসন্ত উৎসব উদযাপন

Listen

সাশ্রয় নিউজ কালনা, পূর্ব বর্ধমান : বসন্ত আসলেই প্রকৃতির মাঝে এক অনবদ্য রূপ লক্ষ্য করা যায়।

 

 

আর বসন্তকে বরণ করে নেবার জন্য আমরা সকলেই উদগ্রীব।

 

 

কালনা পূর্ব বর্ধমানে উদিচী যেন সমস্ত বসন্তের রংগুলোকে হরণ করেছে।

 

 

উদিচী ১১ বছরে পা দিয়েছে সেই ১১ বছরের বসন্ত উৎসবকে পুরো শান্তিনিকেতনী ঢঙে তারা উদযাপন করে।

 

 

তবে তাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রতি বছরই রোড পেন্টিং-এর মধ্যে দিয়ে।

 

 

আর ঠিক দোলের দিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কালনা ১০৮ ঐতিহ্যবাহী শিব মন্দির থেকে তাদের এই যাত্রা শুরু হয়।

 

 

শেষ হয় কালনা অম্বিকা মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয় এর মাঠে।

 

 

 

তারপর সেই মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলের মনকে আবিরের রঙে রাঙিয়ে দিয়ে তাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

 

 

উদিতির এই বসন্ত উৎসব উদযাপনে আপামর জনসাধারণ এক গভীর প্রত্যাশা নিয়ে সারাটা বছর অপেক্ষা করে।

 

 

এবং সেই দিনটি আসলে প্রত্যেকে তার উপভোগ করে।

আরও পড়ুন : Sasraya News, Sunday’s Literature Special 55| Issue 55| 9 March 2025 | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | বসন্ত সংখ্যা, ৯ মার্চ ২০২৫ | সংখ্যা ৫৫

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment