



শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি কৃষকদের
সাশ্রয় নিউজ ★ বাঁকুড়া : রবিবার সন্ধেবেলা নাগাদ বাঁকুড়ায় শিলাবৃষ্টি হয়। সঙ্গে ছিল ঝড়। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মাঠের ফসল। সারি সারি জমির বোরো ধান জমির সঙ্গে লুটিয়ে পড়ে কোতুলপুর এলাকায়। ক্ষতিগ্রস্ত হয় সবজি চাষও। কৃষদের কথায়, ‘চলতি বছর সেভাবে আলুর আলুর দাম মেলেনি। আশায় বুক বেঁধে ছিলাম আলুর লোকসান ধান ও সবজি থেকে কিছুটা মিটবে। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টিতে সে আসাও মাটিতে মিশে গেল। এলাকা পরিদর্শনে এসে কৃষি আধিকারিকরা জানান, “এখন মাঠে বোরো ধানের চাষ হচ্ছে। এই এলাকায় বোরো ধানের চাষ বেশি হয়। শিলাবৃষ্টির জেরে ফসলের খুব ক্ষতি হয়েছে। আমরা কৃষি দফতরের আধিকারিকরা সকাল থেকেই এলাকা পরিদর্শন করছি। তারপর কতটা ক্ষতি হয়েছে খতিয়ে দেখব। তার উপর ভিত্তি করে পরিসংখ্যান জমা দেব।” এখন জেলার কৃষকরা সরকারি সহায়তার দিকে তাকিয়ে বলে মনে করেন জেলাবাসীরা।
