



সাশ্রয় নিউজ ★ অযোধ্যা : সোমবার অযোধ্যা রাম মন্দিরে (Ayodhya Ram Temple) বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই ভিড় শুরু হয়েছিল। সোমবার তা আরও বেশি দেখা যায়। কিন্তু মঙ্গলবার সর্বসাধারণের জন্য মন্দিরের দরজা খুলে যাওয়ার আগে থেকেই জনসুনামি অযোধ্যায়। কাতারে কাতারে মানুষ রামলালাকে দর্শনের জন্য ভিড় জমাতে শুরু করেন। পুণ্যার্থীদের ভিড় সামলাতে মোতায়েন নিরাপত্তারক্ষীরাও একপ্রকার নাকানিচোবানি খাচ্চেন জনসুনামি সামলাতে। পুজোর সামগ্রী, পতাকা হাতে অপেক্ষমাণ অজস্র পুণ্যার্থী। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তাঁদের নিজস্ব ওয়েব সাইটে উল্লেখ করেন, সকাল ৭টা থেকে বেলা ১১টা ও ২টো থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা থাকবে অযোধ্যা রাম মন্দির (Ayodhya Ram Temple) উল্লেখ্য যে, সোমবার অযোধ্যা রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়। পুজোয় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Poet Debabrata Sarkar : কবি দেবব্রত সরকার এর কবিতা ‘তোমার সঙ্গে’
