



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বর্ধমান টাউন ক্লাবে অভয়া ক্লিনিকে বাধা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বন্ধ আউটডোর। সেই কারণে যাতে সাধারণ মানুষের চিকিৎসা পেতে সমস্যা না হয়, চিকিৎসকরা অভয়া ক্লিনিক করছেন বিভিন্ন জায়গায়। সূত্রের খবর, বৃহস্পতিবার অভয়া ক্লিনিক ছিল বর্ধমান টাউন ক্লাবে। এদিন টাউন ক্লাবের ভেতর চলছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষক দিবসের অনুষ্ঠান। টাউন ক্লাবের মাঠে জুনিয়র চিকিৎসকরা অভয়া ক্লিনিক করছিলেন। সূত্রের খবর, ওই সময় ক’য়েকজন তৃণমূল নেতা ওই ক্লিনিক তাঁদের বন্ধ করতে বলেন। কারণ হিসেবে জানান, টাউন ক্লাবের ভেতরে শিক্ষক দিবসের অনুষ্ঠান চলছিল। তাঁদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন জুনিয়র চিকিৎসকরা। এবং চলতে থাকে অভয়া ক্লিনিক। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, “গরিব, মুমূর্ষু মানুষকে পরিষেবা দেওয়ার চেয়ে একটি রাজনৈতিক দলের শিক্ষক দিবসের অনুষ্ঠান কি বেশি গুরুত্বপূর্ণ। সব বাধা এড়িয়েই আমাদের অভয়া ক্লিনিক চলবে।” বিশেষ সূত্রে আরও খবর, বর্ধমান পৌরসভার পৌরপ্রধানের নির্দেশে চিকিৎসকরা বন্ধ করেন মাইক। এ বিষয়ে পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার জানান, “চিকিৎসকদের কাজে আমরা বাধা দিতে পারি না। তাই মাইক বন্ধের আর্জি নিয়ে তাঁদের কাছে গিয়েছিলাম। চিকিৎসকেরা তাতে সম্মত হন।” এবিষয়ে তাঁর আরও বক্তব্য, “টাউন ক্লাবের ভিতরে যাঁরা অনুষ্ঠান করছিলেন, তাঁরা আমার কাছে অভিযোগ জানান। চিকিৎসকদের তরফে তাঁদের কর্মসূচির বিষয়ে পুরসভাকে কিছু জানানো হয়নি। কিন্তু ওই অনুষ্ঠানের উদ্যোক্তারা পুরসভার কাছে আগাম অনুমতি নিয়ে রেখেছিলেন।”
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rahul Gandhi : সাংসদ বেতনের অর্থ ওয়ানাড়কে দিলেন রাহুল গান্ধী
