



৬২ রানে জিতল অস্ট্রেলিয়া
সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ৬২ রানে ম্যাচ জিতল অজিরা। অস্ট্রেলিয়ার ৩৬৭ রানের জবাবে ব্যাট করতে নামে পাকিস্তান। ম্যাচের শুরুতে রাশ পাকিস্তানের হাতে থাকলেও ৩০ ওভার পরে অজি বোলাররা তাঁদের বোলিং দক্ষতা দেখাল। জাম্পার বোলিংয়ের কাছে মুখ থুবড়ে পড়ল বাবর আজমের দল। দুটি করে উইকেট পেয়েছেন কামিন্স ও স্টইন্স। স্ট্রাক ও হ্যাজেলউড ১ টি করে উইকেট পান। পাকিস্তানের সর্বোচ্চ ৭০ রান করেন ইমাম। তিনি কামিন্সের হাতে ক্যাচ দেন। পাক অধিনায়ক বাবর আজম মাত্র ১৪ রানে ক্যাচ আউট হন কামিন্সের হাতে। ৬৪ রান করেন সফিক। বিশ্বকাপের ১৮ নম্বর ম্যাচ। অস্ট্রেলিয়ার ৩৬৭ রানের লক্ষ্যমাত্রা রাখে বাবরদের সামনে। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ১৬৩ রান ও মার্শ ১২১ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে অজিদের কাছে ৩০৫ রানে অল আউট পাকিস্তান। তখনও বাকী ৪.৩ ওভার। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার এই জয় নিঃসন্দেহে এই বিশ্বকাপে ম্যাচ জয়ের আস্বাদ এনে দিল।
