



১২৮ রানে পাকিস্তানকে হারাল ভারত
সাশ্রয় নিউজ ★ কলম্বো : ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল চরমে। বৃষ্টি-ভ্রুকুটি বারবার এই ম্যাচে বাধা হয়ে দাঁড়ালেও এদিন লড়াই করেই ম্যাচ নিজেদের পকেটস্থ করল রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। কলম্বোর আকাশে বারবার মেঘ-বৃষ্টির খেলাও চলল ফাঁকে ফাঁকে। ১২৮ রানে পাকিস্তানের ব্যাটারদের রোহিতের বোলাররা বলতে গেলে চুরমার করে দিল প্রেমদাসা স্টেডিয়ামে। ভারতের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মাত্র দুই উইকেট হারিয়ে ভারত আজকের ম্যাচে ৩৫৬ রানের ঝোড়ো স্কোর করে। ৩৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে পাকিস্তানী ব্যাটাররা ব্যাট করতে নেমেই দুই উইকেট হারায়। তারপর বৃষ্টি বাধ-সাধলেও পরে পুনরায় খেলা শুরু হয়। কুলদীপ যাদবের বিধ্বংসী বোলিং এদিনের ম্যাচে ভারতীয় শিবিরের কাছে প্রশংসা অর্জন করল। কুলদীপ ৫ উইকেট নিয়ে দলকে পোক্ত জায়গায় দাঁড় করিয়ে দেন, বিনিময়ে মাত্র ২৫ রান দিয়েছেন। ম্যাচের শুরুতেই বুমরা ও হার্দিক দু’টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানী ব্যাটারদের চাপে ফেলে দেন। বাবর আজমকে বোল্ড আউট করেন হার্দিক। ম্যাচের সেরাটা ভারতীয় দল উজাড় করে দিয়েছে একথা একবাক্যে স্বীকার্য। কিন্তু ম্যাচের হাল বললে দেন কুলদীপ যাদব। তাই কুলদীপই ম্যাচের সেরা। মাত্র ৮ ওভার বল করে২৫ রানের বিনিময়ে ৫ উইকেট ভারতীয় ক্রিকেট মহলে আলোড়ন তৈরি করল বৈকি। আবার কেএল রাহুল ও বিরাট কোহলি-এর স্মরণীয় সেঞ্চুরি এবং ভারতের এই জয় এশিয়া কাপে ভারতীয় দলকে ফাইনালের দিকে এগিয়ে রাখল বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের দৃঢ় মত।
