Sasraya News

Sunday, March 16, 2025

Arvind Kejriwal : জামিন পেলেন অরবিন্দ কেজরীওয়াল

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : দিল্লি হাইকোর্ট জামিন দিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে (Arvind Kejriwal)। সূত্রের খবর যে, শুক্রবার তাঁকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। আফগারী দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন তিহাড় জেল থেকে অরবিন্দ কেজরীওয়াল বাইরে বেরিয়ে এলে, উল্লাসে মাতেন আম আদমি পার্টির (AAP) কর্মী-সমর্থকরা। তিহাড় জেল থেকে বেরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের সকলকে ধন্যবাদ বৃষ্টির মধ্যে অপেক্ষা করার জন্য। ওরা আমায় জেলে পাঠিয়েছিল। ভেবেছিল কেজরীওয়ালকে জেলে পাঠালে ওঁর মনোবল ভেঙে যাবে। আজ, আমি বলতে চাই যে জেল থেকে বেরিয়ে এসেছি। আমার মনোবল ১০০ গুণ বেড়ে গিয়েছে। আমার শক্তি ১০০ গুণ বেড়ে গিয়েছে।” তিনি আরও বলেন যে, “আমি দেশের জন্য জীবন উৎসর্গ করেছি। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা রক্তবিন্দু দেশের জন্য উৎসর্গ করা। আমি জীবনে অনেক প্রতিবন্ধকতার মুখে পড়েছি, কিন্তু ঈশ্বর আমায় প্রতিটা পদে সমর্থন করেছে, সাহায্য করেছে কারণ আমি সত্যনিষ্ঠ ও সৎ ছিলাম। এই সময়েও ভগবান আমায় সাহায্য করেছে কারণ আমি সৎ ছিলাম।” প্রসঙ্গত, বৃষ্টির মধ্যে অজস্র কর্মী-সমর্থকরা তিহাড় জেলের বাইরে কেজরীওয়ালকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, অরবিন্দ কেজরীওয়ালের স্ত্রী সুনীতা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং, অতিশি প্রমুখ। জেল থেকে অরবিন্দ কেজরীওয়াল বেরতেই স্লোগান ওঠে : ‘জেল কে তালে ট্যুট গ্যায়ে, কেজরীওয়ালজি ছুট গ্যায়ে”।

ছবি : সংগৃহীত
আরও খবর : India vs Bangladesh : ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের অনুশীলন শুরু

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment