



সাশ্রয় নিউজ ★ মুম্বই : গত ক’য়েক মাস ধরেই বলিউড মহলে গুঞ্জন ছিল ফের বাবা হতে চলেছেন সলমন খানের ছোট ভাই আরবাজ় খান (Arbaaz Khan)। যদিও খান পরিবার এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিল এতদিন। তবে বুধবার রাতের এক মুহূর্তই যেন সেই গুঞ্জনকে সত্যি করে দিল।
মুম্বইয়ের এক নামী রেস্তরাঁয় একান্ত সময় কাটাতে গিয়েছিলেন আরবাজ় ও তাঁর স্ত্রী সুরা খান(Sshura Khan)। একান্তে সময় কাটিয়ে যখন তাঁরা রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন, তখনই ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেয় এই জুটি। ক্যামেরা ফ্ল্যাশে স্নান হয়ে উঠতেই চোখে পড়ে সুরার পরনের ফুলছাপ খাটো পোশাক এবং কিছুটা স্থূল চেহারা। যদিও স্ফীতোদর স্পষ্টভাবে বোঝা যায়নি, তবে তাঁর স্ফীতোদরের ইঙ্গিত অনেকটাই স্পষ্ট ছিল বলে মত নেটিজনদের।

ওই সময় একাধিক ছবিশিকারি আরবাজ়কে অভিনন্দন জানাতে এগিয়ে আসেন। বলে ওঠেন, “কংগ্র্যাচুলেশন, আরবাজ় স্যার!” প্রথমে সরাসরি কোনও প্রতিক্রিয়া না দিলেও অভিনেতার মুখে ফুটে ওঠে একরাশ হাসি। খানিকটা সলজ্জ, খানিকটা অভিভূত সেই হাসির সঙ্গে তাল মিলিয়ে হেসে ওঠেন সুরাও। তাঁদের চোখে-মুখে ফুটে ওঠে এক ধরনের গর্বিত আনন্দ, যা দেখে অনেকেই মনে করছেন, এবার হয়ত ‘গুঞ্জন’-এর পালে সত্যিই হাওয়া লেগেছে। তবে ওই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা জল্পনা। কেউ লিখেছেন, “স্পষ্ট বোঝা যাচ্ছে, সুরা মা হতে চলেছেন।” কেউ আবার আরও এগিয়ে গিয়ে লিখেছেন, “এই মুহূর্তটা যদি ইচ্ছাকৃত ভাবে প্ল্যান করা হয়ে থাকে, তবে তা নিঃসন্দেহে বলিউডের অন্যতম স্মার্ট বেবি-অ্যানাউন্সমেন্ট মুহূর্ত!” উল্লেখ্য, আরবাজ় খান এবং সুরা খান সম্প্রতি বিয়ে করেন। এটি আরবাজ়ের দ্বিতীয় বিবাহ। মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর বেশ ক’য়েক বছর একাই ছিলেন তিনি। এরপর সুরার সঙ্গে আলাপ এবং প্রেম।সবটাই নিঃশব্দে হলেও সামাজিক মাধ্যমে তাঁদের রসায়ন স্পষ্ট হয় গত ক’য়েক মাসে।
পড়ুন : Male Escort : নীরব শারীরিক চাহিদার গোপন বাজার: বিশ্বজুড়ে বাড়ছে পুরুষ দেহব্যবসা
অভিনয় থেকে প্রযোজনা দু’টিতেই নিজস্ব ছাপ রেখে চলেছেন আরবাজ়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খুব বেশি প্রকাশ্যে আসেন না তিনি। তাই এই মুহূর্তের ভিডিওকে অনেকেই বলছেন, এটি ‘আনুষ্ঠানিক ঘোষণা’। যদিও এখনও পর্যন্ত আরবাজ় বা সুরা দু’জনের কেউই বিষয়টি নিয়ে কোনও বিবৃতি দেননি। তবুও বলিউডের ঘনিষ্ঠ এক সূত্র দাবি করেছে, “হ্যাঁ, এই মুহূর্তে কিছু বলার সময় নয়। তবে খুব তাড়াতাড়ি সুখবর জানাবেন তাঁরা। পরিবারে নতুন অতিথি আসার অপেক্ষায় রয়েছেন খান দম্পতি।” প্রসঙ্গত, এই মুহূর্তে গোটা বলিউড এবং অনুরাগী মহলে উচ্ছ্বাসের ঢেউ। সলমন খান পরিবারে আবারও খুশির বার্তা। এখন শুধু অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে সুখবর সামনে আনবেন আরবাজ় ও সুরা। তার আগে পর্যন্ত ওঁদের হাসিই যেন সব প্রশ্নের উত্তর হয়ে থাকল।
ছবি : সংগৃহীত
আরও খবর : Foreign Job Search : বিদেশে চাকরির খোঁজে: ভারতের বেকার তরুণ-তরুণীরা কোন কোন দেশে সবচেয়ে বেশি কাজ কীভাবে খুঁজে পায়?
