Sasraya News

Saturday, February 15, 2025

American Indian Folktale : আমেরিকান ইন্ডিয়ান লোককাহিনী

Listen

লোক-কথা 🦋

ইনুইট আমেরিকান ইন্ডিয়ান লোক-কথা – উত্তর আমেরিকার আলাস্কা, গ্রীনল্যান্ড এবং কানাডার মেরু অঞ্চল এবং উপ মেরু অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের একটি জাতিভাষাগত গোষ্ঠী হল ইনুইট। দীর্ঘ অন্ধকার শীতের মাস, প্রবল ঠান্ডায় খাদ্য সংগ্রহের জন্য দিনের পর দিন বলগা হরিণ বা সীল শিকারের জন্য অপেক্ষা করে থাকা, মাথার ওপরে রহস্যময় সুমেরু প্রভার রঙিন গতিচঞ্চলতা… এই সমস্ত মিলিয়ে ইনুইটরা এমন এক পরিবেশে বাস করে, যা তাদের মধ্যে বিভিন্ন রোমাঞ্চকর, অতিপ্রাকৃতিক ও রহস্যাবৃত লোক-কথার জন্ম দিয়েছে। ইনুইট উপজাতিদের মধ্যে প্রচলিত রয়েছে ‘অ্যানিমিজমে’র ধারণা। তারা বিশ্বাস করে, পৃথিবীতে ছড়িয়েছিটিয়ে থাকা নদনদী, খালবিল, পাহাড়, মাটি, পাথর সমেত সমস্ত বস্তু, স্থান এবং সমস্ত প্রাণী – সবকিছুরই প্রাণ রয়েছে, অনুভব করার ক্ষমতা রয়েছে, রয়েছে চিন্তাভাবনা করার ক্ষমতাও! আজ ধারাবাহিক লোক-কথার তৃতীয় পর্ব। লিখেছেন : রাখী নাথ কর্মকার

 

 

 

নিশীথ সূর্যের দেশে আলোর উৎস-কথা

 

প্রতিটি ঘুটঘুটে অন্ধকারের আনাচকানাচ দিনের আলোয় আলোকিত হয়ে উঠল। বরফের প্রান্তরে সেই আলোর জ্যোতি এমন উজ্জ্বলভাবে ঠিকরে উঠল যে ইনুইটরা তাদের চোখকে দুই হাতে আড়াল করতে বাধ্য হল!

 

 

তারপর ইনুইটরা সব্বাই আনন্দে উৎফুল্ল হয়ে নিজের নিজের তাঁবু থেকে বেরিয়ে এসে দূরের অন্ধকার পাহাড়ের রঙ আর আকার দেখে আনন্দে চিৎকার করে বলল–“কী আশ্চর্য! আমরা এখন মাইলের পর মাইল দেখতে পাচ্ছি! দেখ আকাশ কত নীল, আর দূরের ওই পাহাড়গুলো! আমরা তো এতদিন ওই পাহাড়গুলোকে তো দেখতেই পাইনি।”
ইনুইটরা তাদের অন্ধকার রাজ্যে দিনের আলো নিয়ে আসার জন্য বৃদ্ধ কাককে বার বার ধন্যবাদ জানাতে শুরু করল। 

 

আরও পড়ুন : American Indian Folktale : আমেরিকান ইন্ডিয়ান লোককাহিনী

 

বৃদ্ধ কাক তখন গম্ভীর স্বরে জানাল- “দেখ বাছা, এত দূরের পথ পার হয়ে দিনের আলোর মাত্র একটি ছোট্ট বল বওয়ার ক্ষমতাই শুধু আমার ছিল। এই বলের আলো এখন তোমাদের কাছে কেবল অর্ধেক বছরের জন্য থাকবে, দিনের আলো কিন্তু চিরকাল থাকবে না। এই বলের শক্তি ফিরে পেতে প্রতি বছর ছয় মাস এটিকে বিশ্রাম নিতে হবে। সেই ছয়টা মাস কিন্তু আগের মতোই অন্ধকারে কাটাতে হবে তোমাদের!”
সবাই তখন আনন্দে হাসতে হাসতে, উচ্ছ্বাসে চোখের জল ফেলতে ফেলতে সমস্বরে বলে উঠল- “তাই সই। তাই সই। আমরা অর্ধেক বছরের জন্য হলেও দিনের আলো পেয়ে খুশি! তুমি বলটা আমাদের এনে দেওয়ার আগে অবধি তো আমাদের এখানে সারাক্ষণ অন্ধকারই ছিল!”
আর তাই, সুদূর উত্তরে ইনুইটদের দেশে, নিশীথ সূর্যের দেশে, বছরের অর্ধেক সময় অর্থাৎ ছয় মাস অন্ধকার এবং বাকি ছয় মাস আলো থাকে। কৃতজ্ঞ ইনুইট উপজাতির মানুষেরা কিন্তু কখনই ভুলে যায়নি যে কাক তাদের দিবালোকের উপহার এনে দিয়েছিল, আর সে কারণেই তারা কখনই কাককে আঘাত করে না বা কষ্ট দেয় না!

ছবি : সংগৃহীত
আরও খবর : Rain Forecast : নিম্নচাপের ভ্রুকুটি, ভ্যাপসা গরম আরও বাড়বে! 

 

এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী কোনও সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আই ডি : editor.sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment