



‘বাবা সম্পূর্ণ সুস্থ আছেন’, জানালেন অমর্ত্য-কন্যা নন্দনা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : অমর্ত্য সেন-এর প্রয়াণ হয়েছে এমন এমন একটি সংবাদ চাউর হয়। সেই খবরটি সসম্পূর্ণ মিথ্যে বলে জানালেন অমর্ত্য সেন-এর কন্যা নন্দনা দেব সেন। সোশ্যাল মিডিয়ায় নন্দনা তাঁর বাবার সঙ্গে ছবি সহ একটি পোস্টে জানান, ‘সকলের চিন্তার জন্য ধন্যবাদ। তবে জানাতে চাইব, খবরটি ভুয়ো। বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। উনি হাভার্ডে পড়াচ্ছেন নিজের ছন্দে। বরাবরের মতোই রয়েছেন সদাব্যস্ত।’
ছবি : এক্স হ্যাণ্ডল
