



পিনাকী চৌধুরী :: সাশ্রয় নিউজ ★ কলকাতা : না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা দেবরাজ রায় (Debraj Roy)। ১৭ অক্টোবর সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, কিডনির সমস্যায় ভুগছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বিশিষ্ট এই অভিনেতা। ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’ তে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন। আর তার ঠিক পরের বছর মৃনাল সেনের ছবি ‘কলকাতা ৭১’ অসাধারণ অভিনয় করে দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। তপন সিংহ সহ বহু বিশিষ্ট পরিচালকদের ছবিতে তিনি অভিনয় করেছেন। এছাড়াও দেবরাজ রায় দূরদর্শনের সংবাদ পাঠক হিসেবে খ্যাতি অর্জন করেন। তাঁর জলদগম্ভীর কণ্ঠস্বর এবং স্পষ্ট বাচনভঙ্গিতে শ্রোতারা মুগ্ধ হতেন। পাশাপাশি তিনি শ্রুতিনাটকেও খ্যাতি অর্জন করেন। দেবরাজ রায়ের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। উল্লেখ্য, অভিনেত্রী অনুরাধা রায়ের (Anuradha Roy) স্বামী ছিলেন দেবরাজ রায়। শুক্রবার ১৮ অক্টোবর সল্টলেকে তাঁর বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে এবং তারপর ওই দিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
ছবি : সংগৃহীত
