Sasraya News

Abhijit Ganguly : ‘তৃণমূলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল এক তালপাতার সেপাই’ : অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েই বিস্ফোরক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে নারদাকাণ্ড নিয়ে বিস্ফোরক দাবী করেন বলে উল্লেখ। ওই সাক্ষাৎকারে নারদাকাণ্ড নিয়ে তাঁকে সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, “তৃণমূলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে ওই চক্রান্ত করেছিল এক তালপাতার সেপাই।” প্রাক্তন বিচারপতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নাম নেননি। তালপাতার সেপাই বলে অভিহিত করেন। নারদাকাণ্ডের ভিডিওতে যে শুভেন্দু অধিকারীকে  (তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা) দেখা যায়, সে বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “খবরের কাগজের মধ্যে যে টাকা আছে, তা কী করে দেখা গেল?” ওই সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি এও বলেন বলে উল্লেখ যে, “তালপাতার সেপাই ” এর চক্রান্তের শিকার তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতারা। সাংবাদিক ম্যাথু স্যামুয়েল স্ট্রিং অপারেশনের ভিডিও সামনে আনেন। ওই ভিডিওতে মোট ১৩ জন মন্ত্রী সহ নেতা পুলিশ কর্তাকে দেখা যায়। মামলাটি এখনও আদালতে বিচারাধীন। -সংগৃহীত ছবি 

আরও খবর : Election Commission : কড়া বার্তা রাজীব কুমারের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read