



কর্ণাটকে গণধর্ষণের শিকার তরুণী
সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : কর্ণাটকে গণধর্ষণের শিকার তরুণী। প্রেমিকের সঙ্গে একটি পার্কে বসে ধূমপান করছিলেন একজন তরুণী। বছর ১৯-এর ওই তরুণীকে তুলে নিয়ে যায় চারজন দুষ্কৃতি। একটি চলন্ত গাড়িতে রাতের অন্ধকারে প্রায় ঘন্টা চারেক ধরে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার চালায় দুষ্কৃতিরা। পুলিশ অভিযোগ পেয়েই দুষ্কৃতিদের আটক করে। বিজয়, সতীশ, কিরণ ও শ্রীধর নামে ধৃত চার যুবকের বয়স ২২-২৬ বছরের মধ্যে। অভিযুক্তরা প্রাইভেট সেক্টরে কর্মরত বলে পুলিশ সূত্রে খবর।
সামনেই কর্ণাটকে নির্বাচন। নির্বাচনের আগে এহেন ঘটনায় ওই রাজ্যের আইনশৃঙ্খলা ও নারী-স্বাধীনতা প্রশ্নের মুখে বলে বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
