



শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস
সাশ্রয় নিউজ ★ সাশ্রয় নিউজ : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পোপ ফ্রান্সিস। ভার্টিক্যানের পক্ষ থেকে একটি বিবৃতিতে উল্লেখ যে, গত বেশ কয়েকদিন যাবৎ পোপ ফ্রান্সিস শ্বাসকষ্টজনীত কারণে ভুগছিলেন। তাঁর করোনা পরীক্ষা করা হলেও রিপোর্টে করোনা ধরা পড়েনি। ভার্টিক্যান সিটির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, চিকিৎসার জন্য যত দিন প্রয়োজন হাসপাতালে রাখা হবে পোপ ফ্রান্সিসকে। গত ২০১৩ সাল থেকে ৮৬ বছর বয়স্ক পোপ ফ্রান্সিস ভার্টিক্যানের পোপ-এর দায়িত্ব সামলাচ্ছেন। সূত্রের খবর, বিগত কিছুদিন থেকে তিনি হুইলচেয়ার চলাফেরা করছিলেন। পোপের অসুস্থাতার খবরে উদ্বেগ তৈরি হয়েছে তাঁর নিজ বুয়ের্স আয়ার্সে। ইস্টার সানডে-এ নিয়ে তাঁকে ভীষণ ব্যস্ততার ভেতর যেতে হয়। তিনি যোগ দেন নানান ধর্মীয় অনুষ্ঠানেও। তবে এবার তাঁর অসুস্থতার জন্য সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন কিনা আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পোপ ফ্রান্সিস-এর শারীরিক সুস্থতা কামনা করে বিশে প্রার্থনার আবেদন জানান।
