



রাজ্য সরকারের নতুন প্রকল্পে লাভবান হবেন কৃষিজীবীরা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কৃষিকাজ মার খাচ্ছে প্রাকৃতিক কারণে। গ্লোবালাইজেশনের ফলে পর্যন্ত বৃষ্টি সঙ্কট তৈরি হয়েছে দেশেও। কৃষিজীবীদের কৃষি কাজেও প্রভাব পড়েছে গ্লোবালাইজেশনের। সময়ের বৃষ্টি সময়ে না হওয়ার জন্য ফসলে তার রেশ দেখতে পেয়েছেন কৃষিজীবীরা। বাংলার কৃষিনির্ভর জেলার কৃষকরা ধান, গম, আলু, পাট প্রভৃতি ফসলে মার খাচ্ছেন কেবল সেচের জন্য। রাজ্য সরকার কৃষিতে আরও উন্নতির জন্য ‘বাংলা কৃষি সেচ যোজনা’ নিয়ে আসার কথা ভেবেছেন। এতে সেচের সরঞ্জম কিনতেও কৃষকদের অনুদান দেবেন রাজ্য সরকার। সরকারের মত, ‘এই প্রকল্পের ভেতর বিন্দু সেচ ও ফোয়ারা সেচ’ করে লাভবান হবেন কৃষকরা।
