Sasraya News

Wednesday, March 19, 2025

Messi : মেসির জন্য দরজা খোলা : বার্সা প্রধান

Listen

মেসির জন্য দরজা খোলা : বার্সা প্রধান 

সাশ্রয় নিউজ ★ বার্সেলোনা : মেসির জন্য দরজা সবসময় খোলা, এমনই জানালেন বার্সেলোনা প্রধান। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে সাঁ জাঁ-তে যান লিওনেল মেসি। বার্সার হয়ে খেলে প্রচুর ট্রফি তুলে দিয়েছেন ক্লাবকে। একটি সাক্ষাৎকারে জোয়ান লেপার্ত বলেন, ‘মেসি পি এস জি-এর খেলোয়াড়। তবে ওঁর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। মেসি নিজেও তা জানেন, ও-আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন। প্রেসিডেন্ট হওয়ার পরে উত্তরাধিকার হিসেবে যা পেয়েছি তা মোটেও সুখকর নয়। বার্সার সঙ্গে মেসি-এর সম্পর্ক ঠিক করার জন্য পথ বের করতে হবে আমাকে। লিও নিজেও জানে ওঁর জন্য বার্সার দরজা চিরকাল খোলা।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment