



কাতার বিশ্বকাপেই অবসর নিতে চেয়েছিলেন রোনাল্ডো?
সাশ্রয় নিউজ ★ রিয়াধ : পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কাতার বিশ্বকাপেই ফুটবল থেকে অবসর নিতে চেয়েছিলেন বলে ক্রীড়া সমালোচকরা মনে করেছিলেন।

সমগ্র বিশ্ব-ফুটবল ক্রীড়াপ্রেমীরা চেয়ে ছিল ওঁর দিকে। রোনাল্ডোর ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এর সঙ্গে মতানৈক্যও নাকি চলছিল সেই সময় বলে আন্তর্জাতিক ক্রীড়া সমালোচকরা একথা ব্যক্ত করেন। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের আলো বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তির ওপর ছিল। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের বিশ্লেষকরা মনে করেন, কাতার বিশ্বকাপে দলের প্রথম ম্যাচেই গোল করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
