Sasraya News

Wednesday, March 19, 2025

india-Australia 4th Test Match : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিহাস বিরাটের ব্যাটে

Listen

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিহাস বিরাটের ব্যাটে

সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিহাস বিরাটের ব্যাটে। চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমে বিরাট কোহলি ১৮৬ রানের একটি ইনিংস খেলেন। নভেম্বর ২০১৯ সালে টেস্ট ম্যাচে শেষ বারের মতন টেস্টে শতরান করেন বিরাট কোহলি। আজকে চতুর্থ টেস্ট ম্যাচে বিরাটের ব্যাটে শতরান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ রান। যা বিরাটের ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে আজকের রান ইতিহাস হয়ে থাকল।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment