



তিউনিসিয়ায় নৌকাডুবিতে অকালে প্রাণ হারালেন ১৪ জন
সাশ্রয় নিউজ ★ তিউনিস : তিউনিসিয়ায় ভূমধ্যসাগর অতিক্রম করতে গিয়ে নৌকাডুবিতে অকালে প্রাণ হারালেন ১৪ জন। তাঁরা প্রত্যেকেই অভিবাসন প্রত্যাশী বলে উল্লেখ। ঘটনায় ৫৪ জন জীবিত উদ্ধার হন বলে জানা গিয়েছে। উন্নত জীবন যাপনের আশায় ইউরোপ যাচ্ছেন ওইসমস্ত মানুষ। ইতালির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় নৌকাটি ডুবে যায় বলে এক বিবৃতিতে জানান, তিউনিসিয়া উপকূল রক্ষীবাহিনী।

তাঁরা আরও জানান, মৃতরা আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের একাধিক দেশের নাগরিক বলে অনুমান করছেন তাঁরা। বিস্তারিত তথ্য মেলেনি।
বিশেষ ভাবে উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য বলছে, তিউনিয়ার অর্থনৈতিক দুরাবস্থার জন্য দেশটি থেকে ১৮ হাজার নাগরিক দেশ ছেড়ে জলপথে ইউরোপ যান। এছাড়াও ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করতে গিয়ে ২৫ হাজার মানুষ নিখোঁজ হন বা প্রাণ হারান।
