Sasraya News

Wednesday, March 19, 2025

Bangaladesh-Gulistan Blast : বাংলাদেশ-এর গুলিস্তানে বিস্ফোরণ

Listen

বাংলাদেশ-এর গুলিস্তানে বিস্ফোরণ

সাশ্রয় নিউজ ★ ঢাকা : বাংলাদেশের ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। ৭ মার্চ, ২০২৩ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পৌঁনে পাঁচটা নাগাদ গুলিস্তানের একটি সাত তলা বহুতলে বিস্ফোরণ হয়। তীব্রতায় সিদ্দিক বাজার ও আলো বাজার এলাকা কেঁপে ওঠে। ধোঁয়ার ভরে যায় এলাকা। স্থানীয় মানুষজন কিছু না বুঝেই আতঙ্কে ছোটা ছুটি শুরু করেন।

গুলিস্তান-এ বিস্ফোরণের পরে উদ্ধার কাজে প্রশাসন

 

বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে, রাস্তার যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। বি আর টি সি-এর বাসস্ট্যাণ্ডের পাশে ওই বহুতলে কীভাবে বিস্ফোরণ হল তা এখনও অজ্ঞাত। ঘটনার পরপরই উদ্ধার কাজে নামেন স্থানীয় মানুষ, বাংলাদেশ ফায়ার ব্রিগেড ও র‍্যাব-এর কর্মীরা। উদ্ধার করেন মৃতদেহ ও আহতদের। আরও বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করছে প্রশাসন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিস্ফোরণ স্থলে উদ্ধারকর্মীরা

 

ঢাকা মেডিক্যাল কলেজে ভিড় বাড়তে থাকে আহত রোগীর। ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানান, ‘আহতদের চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।’

হাসপাতালের পথে আহতরা

 

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের ভেতর অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ঢাকা মেট্রোপলিটন-এর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক সংবাদমাধ্যমে জানান, ‘এটা নাশকতা না দুর্ঘটনা তা এক্সপার্টরা তদন্ত করছেন।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment