Sasraya News

Friday, March 14, 2025

Murshidabad Live : হরিহরপাড়ায় অটো ও ট্রেকার মুখোমুখি সংঘর্ষ, অকালে প্রাণ গেল পৌঢ়ার

Listen

হরিহরপাড়ায় অটো ও ট্রেকার মুখোমুখি সংঘর্ষ, অকালে প্রাণ গেল পৌঢ়ার

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : হরিহরপাড়ায় অটো ও ট্রেকার মুখোমুখি সংঘর্ষ, অকালে প্রাণ গেল পৌঢ়ার। হরিহরপাড়া থানা সূত্রে খবর, ডল্টনপুর মোড়ে বেলা ৩ টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে আসা একটি ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি অটোতে। দুর্ঘটনা গ্রস্ত টোটোটিতে রওজাতন বিবি (৬৫) নামে এক পৌঢ়া যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই অকালে প্রাণ হারান পৌঢ়া। অটোটি মৃতার ছেলের। ছেলের গাড়িতে চেপেই যাচ্ছিলেন রওজাতন বিবি।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেকার ও অটো। -নিজস্ব চিত্র 

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, পথ দুর্ঘটনা প্রতিদিন বাড়ছে। আজ মঙ্গলবার আমাদের হরিহরপাড়া থানার ডল্টনপুরে এক বৃদ্ধা প্রাণ হারালেন। প্রতিদিন যানবাহনের অনিয়ন্ত্রিত গতির কারণে বলি হতে হচ্ছে আমজনতাকে। প্রশাসন কঠোর হাতে দমন করুন চালকদের।

অভিশপ্ত ট্রেকার । -নিজস্ব চিত্র 

 

হরিহরপাড়া থানা সূত্রে খবর, ট্রেকারের চালক পলাতক। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment