Sasraya News

Wednesday, March 19, 2025

Quintuples born in Poland : পাঁচ সন্তানের জন্ম দিলেন পোলাণ্ডের মা

Listen

পাঁচ সন্তানের জন্ম দিলেন পোলাণ্ডের মা

সাশ্রয় নিউজ : পাঁচ সন্তানের জন্ম দিলেন পোলাণ্ডের মা। সপ্তম সন্তানের জনক জননী ভিন্স ক্লার্ক ও ডেমিনিকা। ভরা সংংসার তাঁদের। এমতাবস্থায় ওই দম্পতি অষ্টম সন্তান নেওয়ার প্রস্তুতি নেন। ভিন্স ব্রিটিশ ও ডেমিনিকা পোলিশ। নিজেদের মধ্য দারুণ বোঝাপড়া। ডেমিনিকা তাঁর অষ্টম সন্তান জন্ম দিতে গিয়ে একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দেন। তিনটি কন্যা সন্তান ও দুটি পুত্র সন্তান। পোলাণ্ডের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই সন্তানদের জন্মের আগে শারিরীক অসুস্থতার কারণে ডেমিনিকাকে গত দশ সপ্তাহ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসকদের নজরবন্দী থাকতে হয়। অবশেষে ডেমিনিকা সুস্থভাবে প্রসব করবছেন ৫ সন্তান। হাসপাতালে সূত্রে খবর, পাঁচজন নবজাতক সুস্থ্য আছে। একসঙ্গে ৫ সন্তানের জন্ম ৫২ লক্ষে একবার বলে উল্লেখ করেন, বিজ্ঞানীরা। তবে খুব খুশি ডেমিনিকা ও ভিন্স। তবে প্রশ্ন করেছেন এত সন্তান একসঙ্গে কীভাবে সামলাবেন। অকপট ভিন্স, ‘আমি ও ডেমিনিকা সব সামলে নেব।’। পোলিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ডেমিনিকা জানান, ‘অষ্টম সন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু অন্য কিছুই লেখা ছিল কপালে। হয়ত এখন আমরা লটারি কাটলেও জিততে পারি।’ ওই পোলিশ-ব্রিটিশ দম্পতি জানান, ‘আমাদের অন্য সন্তানরাও তাঁদের নতুন ভাইবোনদের পেয়ে ভীষণ খুশি।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment