Sasraya News

Wednesday, March 19, 2025

Turkey Earthquake : তুরস্কে ভূমিকম্প 

Listen

তুরস্কে ভূমিকম্প 

সাশ্রয় নিউজ : তুরস্কে ভূমিকম্পে প্রবল ক্ষতির আশঙ্কা। রিখটার স্কেলে কম্পন তীব্রতা ছিল ৭.৮। ৭৬ টি বহুতল ভেঙে পড়ার কথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র। এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। বিশেষ সূত্রে জানা যায়, আজ সোমবার ভোরবেলা দক্ষিণ তুরস্কের একটি শহর ছিল ভূমিকম্পের উৎসস্থল। উল্লেখ্য, সিরিয়া লেবানন সহ তুরস্ক লাগোয়া দেশগুলিতে কম্পন তীব্রতা প্রবল ছিল। ঘটনায় ৪৪০ জন এখন পর্যন্ত আহত বলে উল্লেখ। যুদ্ধকালীন তৎপরতায় দেশটির সরকার উদ্ধার কাজ করছেন ও আহতদের চিকিৎসা শুরু হয়েছে বিভিন্ন হাসপাতালে বলে দাবী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment