Sasraya News

Wednesday, March 19, 2025

Anti Hijab Protest : চার সপ্তাহে ইরানে মৃত্যুদণ্ড ৫৫ জনের, দাবি নরওয়ের মানবাধিকার সংগঠনের 

Listen

চার সপ্তাহে ইরানে মৃত্যুদণ্ড ৫৫ জনের, দাবি নরওয়ের মানবাধিকার সংগঠনের

সাশ্রয় নিউজ ★ তেহরান : ইরান সরকার গত চার সপ্তাহের মধ্যে ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এমনি দাবি করেছে, ওই দেশটিতে কাজ করা  নরওয়ের মানবাধিকার সংস্থা, ‘আইএইচআর’। তাঁরা একটি রিপোর্টে দাবি করে, হিজাব আন্দোলনকে আরও উস্কে দেওয়ার জন্যেই সরকার এটা করছে। দেশটির একাংশের মত, ইরান সরকার আমজনতাকে বোঝাতে চাইছে, সরকারের বিরুদ্ধাচারণ করলেই সেই শাস্তি কতটা কঠিন হতে পারে সেটা বোঝাতে চায় সরকার। এর ফলে, সাধারণ জনগণের ভেতর ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। ওই রিপোর্টে এও দাবি করা হয়, যে ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় তাঁরা সকলেই যে হিজাব বিরোধী আন্দোলনে শরিক হন, এটা ঠিক না। সূত্রের খবর, হিজাব বিতর্কে অংশগ্রহণ করার ফলস্বরূপ এখনও ১০৭ জনের ফাঁসির নির্দেশ দিয়েছে সরকার। ”আন্তর্জাতিক স্তরে বিষয়টি নিয়ে তেমন কড়া প্রতিক্রিয়া দেখা না যাওয়ায় প্রশাসনের সাহস আরও বাড়ছে ” বলে জানান, আইএইচআর-এর ডিরেক্টর মাহমুদ আমিরি মোঘাদ্দাম। তিনি এই বিষয়ে আরও বলেন, “সরকারের তরফে কার্যকর করা সমস্ত মৃত্যুদণ্ডের পিছনেই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।…মূলত মানুষের মনে ভয়ের উদ্রেক করতেই এই আয়োজন।”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment