Sasraya News

Wednesday, March 19, 2025

Donald Trump :  সোশাল মিডিয়ায় ফিরেই আক্রমণাত্মক ডোনাল্ড ট্রাম্প 

Listen

সোশাল মিডিয়ায় ফিরেই আক্রমণাত্মক ডোনাল্ড ট্রাম্প 

সাশ্রয় নিউজ ★ ওয়াশিংটন : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ফিরেই আক্রমণাত্মক পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ইউক্রেনকে যুদ্ধ করার জন্য মার্কিন দেশের ট্যাংক দেওয়াকে তিনি সমর্থন করেন না। কারণ এর ফলে পরমাণু যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে যাবে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এও বলেন, তিনি ক্ষমতায় থাকলে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্ব রেখে চলতেন। ট্রাম্প ইউক্রেনকে ট্যাংক দেওয়া ‘উস্কানি’ বলে মন্তব্য করেন। তাঁর আশঙ্কা, এটা পারমাণবিক যুদ্ধের দিকেই ঠেলে দেওয়া বলে তিনি মনে করেন। ট্রাম্প একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও ইউক্রেনকে আব্রামস এম১ ট্যাংক দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম সোশাল মিডিয়ায় লেখেন, ‘ট্যাংক দিয়ে শুরু, এরপর পারমাণবিক বোমা।… এই উন্মত্ত যুদ্ধ শেষ হতে দাও এখনই। এটা করাটা খুবই সহজ।’ ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন সম্পর্কে উক্তি করেন, ‘ভ্লাদিমির পুতিন একজন জিনিয়াস ও জো বাইডেন একজন গাধা’! 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment