Sasraya News

Saturday, March 15, 2025

Kalna : শিশুমৃত্যু ঘিরে চাঞ্চল্য কালনা মহকুমা হাসপাতালে 

Listen

শিশুমৃত্যু ঘিরে চাঞ্চল্য কালনা মহকুমা হাসপাতালে 

 

সাশ্রয় নিউজ ★ কালনা : নিবার বিকেলবেলা ন’মাসের একটি শিশুকে খাবার আটকে যাওয়ার কারণে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে জানান। কিন্তু মিষ্টি হালদার নামে ওই শিশুটির পরিবারের অভিযোগ, শিশুটিকে বাড়ি নিয়ে আসার পরেও শ্বাসপ্রশ্বাস চলছিল। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। কালনারই গোয়ারা মল্লিকপাড়ার বাসিন্দা ওই পরিবার। তাঁদের অভিযোগ, “হাসপাতালে বলি যে বাচ্চাটার বুকে খাবার আটকেছে। ডাক্তার তখন নার্সকে ডাকেন। তারপর ডাক্তার পরীক্ষা করে দেখল আর বলল ও বেঁচে নেই। কিন্তু বাড়ি গিয়ে দেখি নিঃশ্বাস নিচ্ছে। তাহলে যখন বেঁচে ছিল কেন বলল যে মারা গিয়েছে?” হাসপাতাল চত্বরে কালনা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। উল্লেখ্য, কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান, “একটি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।” মাত্র ৯ মাসের ফুটফুটে শিশু মিষ্টি হালদার-এর প্রয়াণে শোকের ছায়া এলাকায়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment