Sasraya News

Friday, March 14, 2025

Adhir Chowdhury : সামসেরগঞ্জের ভাঙন পরিদর্শনে অধীর চৌধুরী

Listen

সামসেরগঞ্জের ভাঙন পরিদর্শনে অধীর চৌধুরী

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : গঙ্গা-পদ্মা ভাঙনে বিপর্যস্ত সামসেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা। বহু মানুষের ঘর বাড়ি গ্রাস করে নিয়েছে গঙ্গা। দুর্দশার শেষ নেই আর্তমানুষগুলির। ত্রাণশিবিরের ক্ষুদ্র স্থানে একত্রে দিন কাটছে সরকারি ও বেসরকারি কিছু ত্রানে। ভাঙন কবলিত এলাকায় মাত্র কয়েক দিন আগে পরিদর্শনে গিয়েছিলেন, রাজ্যের সেচ মন্ত্রী। দলীয় কাজে সামসেরগঞ্জ গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সেদিন দুর্গত মানুষের কাছে পৌঁছতে না পারলেও আজ মঙ্গলবার তিনি সামসেরগঞ্জ ছুটে গেলেন। ধুলিয়ান পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড থেকে দিঘড়ি, ঘনেশ্যামপুর, মহেশটোলা ও প্রতাপগঞ্জ পর্যন্ত পরিদর্শন করেন সাংসদ অধীর চৌধুরী। কথা বলেন দুর্গত মানুষজনের সঙ্গে। ‘ভাঙন প্রতিরোধ কমিটি’ -এর পক্ষ থেকে অধীর বাবুর হাতে ভাঙন প্রতিরোধ ও নানান দাবিতে স্মারকলিপি তুলে দেন কমিটির সদস্যরা। এদিন তাঁর সঙ্গে ছিলেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী সহ কংগ্রেসের স্থানীয় ও জেলা নেতৃত্ব।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment