



বিসর্জনের সময় তলিয়ে গেল তরুণ
সাশ্রয় নিউজ : দশমীতে মর্মান্তিক ঘটনা ঘটল বহরমপুর থানার অন্তর্গত সাঁটুই চৌড়িগাছা অঞ্চলে। বিশেষ সুত্রে খবর, আজ মহাদশমীর প্রতিমা বিসর্জনের সময় অনেকেই নৌকায় করে প্রতিমা ভাসান দিতে যান ভাগীরথী নদীতে (গঙ্গা)। ওখান থেকে হঠাৎই একজন যুবক জলের তোড়ে তলিয়ে যান বলে জানা যায়। এখনও তাঁর খোঁজ চলছে। উল্টো দিকে বিসর্জন ঘিরে উত্তেজনা কলকাতার বাবুঘাটেও।
ছবি : প্রতীকী
