



রানিনগরে সিপি আই (এম) -এর কৃষক ক্ষেতমজুর সংগঠন কৃষকসভা’র সম্মেলনন
সাশ্রয় নিউজ : সিপিআই (এম) -এর কৃষক সংগঠন ‘সারা ভারত কৃষকসভা’-এর অঞ্চল সম্মেলন হয়ে গেল মুর্শিদাবাদ জেলার রানিনগরের আইড়মারি গ্রামে। ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে যাওয়া এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংঠনের নেতা-নেত্রী সহ এলাকার কৃষক ক্ষেতমজুররা।
সম্মেলনের শুরুতে শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের শ্রদ্ধা জানান প্রতিনিধিরা।
সম্মেলন মঞ্চ থেকে অঞ্চলে সংগঠনের আগামী কাজকর্ম দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন আঞ্চল কমিটির কর্মীরা।
এদিন হঠাৎ বৃষ্টির মধ্যেও প্রতিনিধিদের উপস্থিতির হার ছিল দৃষ্টি-আকর্ষনের মতন।
সম্মেলন মঞ্চ থেকে পার্টি নেতারা দাবী করেন, এলাকার মানুষ সি পি আই (এম) -এর ওপর অগাধ বিশ্বাস রাখেন। এই মঞ্চ থেকে রাজ্যের শাসক দলের প্রতি কটাক্ষ ছুঁড়ে দেন এক নেতা, রাজ্যের শাসকদল টিকে থাকার অধিকার হারিয়েছে।
রাজ্যের বিভিন্ন স্থানে সংঠনের কার্যক্রমে উপচে পড়া মানুষের ভিড়, পার্টিকে নতুন দিশা দেখাচ্ছে বলে দাবী করেন পার্টি নেতারা।
