Sasraya News

Friday, March 14, 2025

Director Ali Abbas Zafar & Alicia become a parents a cute baby Girl : বাবা হলেন সুলতানের পরিচালক

Listen

বাবা হলেন সুলতানের পরিচালক 

সাশ্রয় নিউজ : বাবা হলেন সুলতান-এর পরিচালক। ইন্সটাগ্রাম-এ স্ত্রী অ্যালিসিয়া-এর একটি স্ফীতোদর ছবি পোস্ট করেন আলি। ওঁর অনুরাগীদের সঙ্গে পারিবারিক খুশি ভাগ করে নিয়েছেন, একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে।
আলি আব্বাস জাফর জানিয়েছেন, অ্যালিসিয়াকে প্রেম করে বিয়ে করেছেন। অ্যালিসিয়া ও আলি-এর প্রেমময় দাম্পত্য। এই সুন্দর দাম্পত্যে আরও স্নিগ্ধ হল, ২৪ সেপ্টেম্বর, মধ্যরাত্রি থেকে। অ্যালিসিয়া জন্ম দিলেন, একটি ফুটফুটে কন্যা সন্তানের। নবজাতকের নাম রেখেছেন আলিজা জেহরা জাফর।
ওঁদের সুন্দর দাম্পত্যে ও কন্যার আগমনের বার্তা জানিয়ে আলি লিখেছেন, ”Alicia and I began our journey with love, love which is beyond borders-colours & Race, we are very fortunate that we fund each other and got married, Now after almost 2 years we are thankful to Almighty Allah for blessing us with most beautiful gift of our life. She came in our life on 24th September at midnight 12.25.
Please welcome our boundle of Joy -Alija Zehrah Zafar

Ali Alicia Alijia
#Aliverse ‘
আলি, অ্যালিসিয়া, আলিজা ”

সুলতান-এর পরিচালকের পোস্টের কমেন্ট বক্স শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment