



অগ্নিভ মুখোপাধ্যায় ★ কলকাতা : ইডেন গার্ডেনে এবারের IPL -এর প্রথম ম্যাচ নিয়ে বেশ উত্তেজনা ছিল নাইট রাইডারস-এর ও আরসিবি (KKR-RCB) সমর্থকদের ভেতর। শনিবার দুপুর থেকে ইডেনমুখী ছিলেন ক্রিকেট সকর্থকরা। তবে এবারের আইপিএল-এ জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠান নজরে ছিল সকলের। শ্রেয়া ঘোষাল-এর সঙ্গীত, দিশা পাটানীর নাচের ঝলক ও শাহরুখ খান-এর মঞ্চ জুড়ে উপস্থিতি আইপিএল ২০২৫-কে উৎসবের আমেজ দিল। শনিবার সিজিনের প্রথম ম্যাচে ইডেনের গ্যালারিতে কিং খানকে নিয়ে যেমন উত্তেজনা ছিল, তেমনি কিন্তু বিরাট কোহলির উপস্থিতি ভিন্নমাত্রা এনে দেয়। তারকাখচিত ইডেন উদ্যানে নাইট কর্তা যেভাবে মঞ্চ আলো করেছিলেন, নাইট রাইডারসের হার ধিমে গতি এনে দিল বলেই মনে করছেন ক্রিকেট সমালোচকরা।
টসে হার দিয়েই এদিনের আইপিএল যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডারস (KKR)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) টসে জিতে ব্যাট করতে পাঠায় নাইটদের। ম্যাচের রাশ শুরুতে কেকেআর-এর হাতে থাকলেও আরসিবির বোলিংয়ের কাছে ২০ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায়। উল্লেখযোগ্য ব্যাটিং করেন আজিঙ্কা রাহানে ৫৬, সুনীল নারিন ৪৪। তিন উইকেট পান ক্রুণাল পাণ্ডিয়া। ছন্দহীন ব্যাটিংয়ের ফল ভুগলেন রিঙ্কু সিং।
অন্যদিকে, ক’য়েকদিন থেকেই আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ঝড়ের সংকেত থাকলেও এদিন ঝড় হয়নি। তবে ইডেনে আরসিবির বল-ব্যাটের ঝড় দেখল গ্যালারি ভর্তি ক্রিকেট ভক্তরা। পূর্ব সংকেত ছিলই যে দুই দলই বিনা যুদ্ধে ম্যাচের রাশ একটুও হাতছাড়া করবে না। দুই দলের অন্দর মহল সূত্রে খবর ছিল, এইদিনের ক্রিকেট যুদ্ধের জন্য চরম প্রস্তুতি নিয়েছিলেন সকলে।
ইডেন গার্ডেন বিরাট কোহলিকে এর আগেও দু’হাত ভরে আশীর্বাদ করেছে। এবারও ব্যতীক্রম হল না। নাইটদের প্রাক্তনী, বর্তমানে আরসিবির ব্যাটার পি সল্ট ব্যাট হাতে জ্বলে উঠলেন চেনা মাঠে। হাল্কা মেজাজে থাকলেও কিং কোহলি (বিরাট কোহলি) ম্যাচের শুরু থেকেই সকলের নজর কাড়লেন। ওঁদের পার্টনারশিপে জয়ের হাসি খেলল আরসিবি ড্রেসিং রুমে। বিরাট কোহলি ৫৯, পি সল্ট ৫৬ রানের ইনিংস খেললেন। নারিন পেয়েছেন ১ ওইকেট। আরসিবি ১৭৭/৩। সাত উইকেটে জয়ী হয়ে আইপিএল ২০২৫ যাত্রা শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।
ছবি : সংগৃহীত
