Sasraya News

Friday, March 14, 2025

Purba Burdwan : কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা দিবস উদযাপন

Listen

সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান :  আজ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’ একুশে ফেব্রুয়ারিকে ঘিরে বাঙালির ভেতরে রয়েছে নানা আবেগ। একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের জন্য শহীদ দিবস হিসেবে পরিচিত। তেমনি এটা বিজয় দিবস হিসেবেও পরিচিত।

 

 

আপামর বাঙালির কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র এবং কাঙ্খিত দিন। তাই এই দিনটির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাঙালিরা উন্মুখ হয়ে থাকেন বিশেষত বিদ্যালয়ে ,মহাবিদ্যালয়ে এর চর্চা চলতে থাকে।

 

 

কালনা পূর্ব বর্ধমান জেলার ঐতিহ্যমন্ডিত কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ে বেশ মর্যাদার সঙ্গে পালিত হল আজকের ভাষা দিবস।

 

 

সমগ্র অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস তার প্রেক্ষাপট এবং ভাষাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি সংগীতা অনুষ্ঠান এবং মনোজ্ঞ প্রাসঙ্গিক আলোচনার মধ্যে দিয়ে আজকের এই দিনটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষিকা, শিক্ষিকা কর্মী এবং শিক্ষার্থীরা।

 

 

 

প্রথমে অনুষ্ঠান শুরু হয় ভাষা শহীদদের প্রতি মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে। প্রথমে বিদ্যালয় এর ভারপ্রাপ্তা প্রধান শিক্ষিকা শ্রীমতী ফাল্গুনী মল্লিক শহীদ বেদীতে মাল্যদান করেন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

 

 

এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা’ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এই গানটির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ অধ্যায় সূচনা করে। শুধু তাই নয়, এরপর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা, শিক্ষা কর্মী শিক্ষার্থীরাও শহীদ বেদীতে পুষ্প অর্পণের মধ্যে দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করে।

 

 

এরপর ২১ শে ফেব্রুয়ারির বিষয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখে নবম শ্রেণীর ছাত্রী কৃতি ত্রিবেদী। এরপর ষষ্ঠ শ্রেণির ছাত্রী অদ্রিজা সাহা ‘আ মরি বাংলা ভাষা ‘কবিতা আবৃত্তি করে তারপর নবম শ্রেণীর ছাত্রী দিধিটি ভাষা আন্দোলনের উপর একটি কবিতা আবৃত্তি করে। এই দিনটির সম্পর্কে সংক্ষিপ্ত প্রাসঙ্গিক আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী মমতা রায় চৌধুরী।

 

 

শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষিকারা সম্মিলিতভাবে’ ও আমার দেশের মাটি এবং আমরি বাংলা ভাষা’ সংগীত অর্পণ করে ভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী মমতা রায় চৌধুরী তিনি নিজেও একজন কবি। তার স্বরচিত কবিতা ভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করেন। অনুষ্ঠানের সমাপ্তি সংগীত পরিবেশিত হয় বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা’ আমি বাংলায় গান গাই ‘।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শ্রীমতি মমতা রায় চৌধুরী।

 

 

 

অনুষ্ঠানের সমাপ্তির পর্বে শিক্ষিকা এবং সঞ্চালিকা মমতা রায় চৌধুরী ভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এর সঙ্গে সঙ্গে মাতৃভাষার প্রতি অকুণ্ঠ ভালবাসা বজায় রেখে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দেন, অনেক বেশি করে মাতৃভাষার চর্চা করতে এবং অদূর ভবিষ্যতে যাতে মাতৃভাষার প্রতি আমরা সবসময় অনুরক্ত হতে পারি তার প্রতি সচেষ্ট থাকতে বললেন।

 

 

 

কারণ সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে বিদেশি ভাষার চর্চা ছেলেমেয়েদের মধ্যে যেভাবে চলছে তাতে বাংলা ভাষার দৈন্যদশা হামেশাই চোখে পড়ে ,সেই দৈন্যদশা কাটানোর জন্যই এবং নিজেদের অস্তিত্ব বিপন্ন যাতে না হয় সেই বার্তাটা তিনি দিলেন।

আরও পড়ুন : 21 February : সাশ্রয় নিউজ ভাষা দিবস সংখ্যা | একুশে ফেব্রুয়ারি | ২১ ফেব্রুয়ারি ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment