



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে শনিবার হঠাৎ পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃষ্টির ভেতরও জুনিয়র ডাক্তাররা তাঁদের পাঁচ দফা দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন। সেখানে গিয়ে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। এবার থেকে রোগী কল্যাণ সমিতিতে অধ্যক্ষদের চেয়ারম্যান করব। সেই সমিতিতে থাকবে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, জনপ্রতিনিধি ও পুলিশ। আরজি কর সহ সব কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম।” প্রসঙ্গত, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে থাকতেন স্থানীয় বিধায়ক বা সাংসদ। জনপ্রতিনিধি হিসেবে তাঁরা এই পদে থাকতেন বলে উল্লেখ। আরও উল্লেখ যে, এদিন মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবি বিবেচনা করার আশ্বাস দেন। এবং জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য আহ্বান জানান। মুখ্যমন্ত্রী এদিন অবস্থান মঞ্চে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, “আমি পাঁচ মিনিট সময় নেব। আমাকে বলতে দিন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমার নিরাপত্তার কথা না ভেবেই নিজে ছুটে এসেছি। কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্ণিশ জানাই। আমি নিজে অনেক সাফার করেছি। আমার পোস্টটা বড় কথা নয়। মানুষের পোস্টটাই বড় কথা। কাল সারারাত ঘুমোতে পারিনি। আমারও কষ্ট হয়েছে। আপনারা যেভাবে বসে আছেন, তাতে আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। ৩৩-৩৪ দিন আমিও রাতের পর রাত ঘুমোইনি। আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়।” তিনি আরও বলেন, “আপনারা কাজে যোগ দিন। আমি আপনাদের দাবিগুলো দেখব। আমি একা সরকার চালাই না। আমি অফিসারদের সঙ্গে কথা বলব। আমাকে একটু সময় দিন। আপনাদের প্রতি আমি কোনও অবিচার করব না। কাজে ফিরুন। অনেক মানুষ মারা যাচ্ছে।” রোগী কল্যাণ সমিতির সমিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে অধ্যক্ষদের চেয়ারম্যান করব। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স ও পুলিশ থাকবে তাতে। আরজি কর সহ সব কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম।”
উল্লেখ্য, এদিন আন্দোলন মঞ্চে মুখ্যমন্ত্রী পৌঁছতেই জুনিয়র ডাক্তাররা স্লোগান দিতে শুরু করেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়। ওই সময় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, “আমাকে বলতে দিলে আমি খুশি হব। আমি আপনাদের আন্দোলনকে সমর্থন করি। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক।” প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্ন বৈঠক লাইভ স্ট্রিমিং বিতর্কে ভেস্তে যায়। জুনিয়র ডাক্তাররা ওই মিটিংয়ের লাইভ স্ট্রিমিং দাবি জানান, কিন্তু সরকার না মানায় সেই মিটিং বয়কট করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারপরেই শনিবার বৃষ্টি মাথায় পঞ্চম দিন আন্দোলন চালাচ্ছিলেন তাঁরা, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হঠাৎ পৌঁছন মুখ্যমন্ত্রী।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 8th September 2024, Issue 32 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৪ | সংখ্যা : ৩২
