



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ফিয়ার্স লেনে পুলিশের বাধা বামেদের লালবাজার অভিযানের মিছিলে (Left front Lalbazar Abhiyan)। পুলিশের বাধা পাওয়ার পরেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, ওখানেই তাঁরা অবস্থান বিক্ষোভ করবেন। বামেদের ওই মিছিল থেকে ওঠে সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবী। তেমনি আরজি কর ইস্যুতে সরব বাম কর্মী ও নেতৃত্ব। সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এদিন বলেন, “ইতিহাস বলছে কোনও মানুষ ক্ষেপে গেলে কোনও দুর্গ, কোনও প্রাচীর বাধা হয়ে দাঁড়ায় না। শুধু আঘাতে আঘাতে তাকে চূর্ণ করতে হয়। সবে তো শুরু হল। সারা রাত অবস্থান তো চলবেই।” বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়, “সারা রাত এখানে অবস্থান হবে। প্রায় ৩০ ঘণ্টা আমরা এই অবস্থান কর্মসূচি করব। সভা হবে, প্রতিবাদী গান হবে। আমরা বিচার চাই। উই ডিমান্ড জাস্টিস।” সিপিআই (এম) নেতা শতরুপ ঘোষ জানান, “আমরা তো বিজেপির মতো ছদ্মবেশ নিয়ে আসেনি। যখন মনে হয়েছিল নাগরিক আন্দোলনের সঙ্গে থাকব তখন কোনও রাজনৈতিক সংকীর্ণতা বাদ দিয়ে আমরা পতাকা ছেড়ে ওই আন্দোলনে অংশ নিয়েছি। গায়ের জোরে নেতৃত্ব দখল করতে যাইনি। আবার যখন আমরা মনে করেছি বামফ্রন্টের পক্ষ থেকে লালবাজার অভিযান করব তখন শুভেন্দু অধিকারীর মতো বুড়ো বয়সে ছাত্র সেজে ছদ্মবেশ ধারণ করিনি। আমরা বামফ্রন্টের পক্ষ থেকে লালবাজার অভিযান করব।” প্রসঙ্গত, আরজি কর ইস্যুতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছে জুনিয়র ডাক্তাররা। নিজেদের দাবীতে তাঁরা অনড়।
ছবি : সংগৃহীত
