Sasraya News

Sunday, March 16, 2025

RG Kar Protest : দেওয়াল লিখন পড়তে শিখুন

Listen

পিনাকী চৌধুরী ★ কলকাতা : আমরা অনেকেই শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করতে ত্বকের যত্ন নেই, অন্যের চোখে নিজেকে কিভাবে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারি, সেই স্বপ্নেই বিভোর হয়ে থাকি!  কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন সেভাবে নেই না! মনে পড়ে যায়, কয়েক বছর আগে উত্তর শহরতলীর একটি স্বেচ্ছাসেবী সংস্থার ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌দেওয়াল লিখনের বিষয়বস্তুর কথা! একটি বাড়ির সামনের ‌‌‌‌‌‌‌ দেওয়ালে বেশ বড় বড় হরফে লেখা ছিল ‘মনকে চিনুন, মনকে জানুন, মনের যত্ন নিন !’ অতীতের সেই কথাগুলো আজ এই অশান্ত সময়ে আবারও প্রাসঙ্গিক হয়ে পড়েছে। একটা নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছে তামাম দুনিয়াকে। সত্যিই তো, আর জি কর কান্ডে যে গণ আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে, রাত দখলের ডাক দেওয়া হচ্ছে, স্লোগান উঠছে ‘We want justice ‘ ! তবে পাশাপাশি এটাও ঠিক যে, রাজনীতির ঘোলা জলে অনেকেই মাছ ধরতে চান! কিন্তু পাশাপাশি এটাও চরম সত্য যে, প্রতিষ্ঠান বিরোধীতার হাওয়া যেন সর্বত্র ছড়িয়ে পড়েছে।‌‌‌ এদিকে আবার আজ প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হয়েছেন অসংখ্য ‌জুনিয়ার ডাক্তার। তাঁদের সঙ্গে সেই আন্দোলনে সামিল হয়েছেন বহু সাধারণ মানুষ।দলমত নির্বিশেষে সকলের একটাই দাবি, আসল দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি! কাতারে কাতারে মানুষ পথে নেমে প্রতিবাদ সংগঠিত করছেন, ভেঙে গেছে, আগলটা ভেঙে গেছে! তাই বোধহয় অতিবড় আত্মকেন্দ্রিক মানুষটিও ফেসবুকের মাধ্যমে আপডেট দিচ্ছেন,  নিজের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। গান, কবিতা অথবা লেখার মাধ্যমে নিজের প্রতিবাদ বহুজনের সামনে উপস্থাপিত করছেন অনেকেই। সাম্প্রতিক অতীতে এইরকম গণ আন্দোলনের রূপ রাজ্যবাসী দেখেননি!  কি চাইছে মানুষ? মানুষের মন বোঝার চেষ্টা করুন। তবে কি এর শেষ দেখেই থামবেন আপামর জনসাধারণ? নির্যাতিতার পরিবার কি প্রকৃত অর্থে সুবিচার পাবেন? সামনেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। তবে আজ কিন্তু মন ভালো নেই জনসাধারণের! উৎসবে মাতবেন কিভাবে তাঁরা?  আমাদের ঘরের ‘দুর্গা ‘-র জন্য কেঁদে ওঠে মন! তাই বলি, দেওয়াল লিখন পড়তে শিখুন! সমাজকে পথ দেখান, আপনি সামাজিক!

ছবি : প্রতীকী 

আরও খবর : Art & Culture : চারুকলা ফাইন আর্টস শিল্প পরিবার আয়োজিত চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment