



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : পাঁচ দফা দাবী নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের। সঙ্গে রয়েছেন অজস্র সিনিয়র ডাক্তারও। সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দিষ্ট ডেড লাইন দিয়েছেন। উলটোদিক থেকে রাজ্যের জুনিয়র ডাক্তাররা অভয়া কাণ্ড নিয়ে পথে। তাঁরা পাঁচ দফা দাবিতে অনড়। বরং আরও জোরাল তাঁদের আন্দোলন। তাঁদের কথায়, অভয়ার এই পরিণতির জন্য দায়ী হাসপাতাল পরিকাঠামো। এক আন্দোলনকারীর কথায়, “আমাদের ৫ দফা দাবির কোনও সমাধান হয়নি। আমরা চাই মুখ্যমন্ত্রী এই দাবি মেটানোর ব্যবস্থা করুন। প্রয়োজনে আরও দীর্ঘ সময় আমরা আন্দোলনে থাকব। ৫টার মধ্যে যদি হেলথ সেক্রেটাররি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ সহ আমাদের যে দাবি রয়েছে তা মানা না হলে আন্দোলন আরও জোরাল হবে। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আমরা আগেই লালবাজার অভিযান করেছিলাম। সেই দাবি এখনও মানা হয়নি। সরকার যদি আমাদের দাবি না মানেন তাহলে আমরা বুঝব তারা চাইছেন না আমাদের সমস্যা মিটুক।” প্রসঙ্গত জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযানে তাঁদের সঙ্গে পথে নেমেছেন নাগরিক সমাজ বলেই উল্লেখ।
-সংগৃহীত ছবি
