Sasraya News

Sunday, March 16, 2025

Art & Culture : চারুকলা ফাইন আর্টস শিল্প পরিবার আয়োজিত চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী

Listen

সাশ্রয় নিউজ ★ নিজস্ব সংবাদদাতা, কলকাতা : মঙ্গলবার ৯ সেপ্টেম্বর আইসিসিআর এর বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল চারুকলা ফাইন আর্টস শিল্প পরিবার আয়োজিত চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী “মুক্তধারা”-র উদ্বোধনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে অতিথিবর্গ হিসেবে যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রকর শ্রী মিহির কয়াল, প্রখ্যাত ভাস্কর্য শিল্পী শ্রী মানবেন্দ্র সরকার, স্বনামধন্য শিল্পী বিমান নাগ যিনি পৃথিবীতে প্রথম ট্যাবলেট এর ফয়েল দিয়ে ভাস্কর্য নির্মাণ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ স্থান করে নিয়ে বাংলার নাম উজ্জ্বল করেছেন।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাটের বিশিষ্ঠ চিত্রকর রাজাবাবু ফকির। অতিথিদের হাত দিয়ে ফিতে কাটা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উত্তরীয় ও গাছ সহযোগে একে একে সকল অতিথিবর্গকে বরণ করে নেন পরিবারের পরিচালন কমিটির বিভিন্ন সদস্যগণ। এছাড়াও এইদিন ৫ সেপ্টেম্বর (শিক্ষক দিবস) উপলক্ষ্যে দু’জন শিক্ষক ও শিক্ষিকাকে সম্মাননা প্রদান করা হয়।

 

 

যাদের মধ্যে একজন হলেন বিশিষ্ঠ সঙ্গীতশিল্পী ও শিক্ষিকা শ্রীমতী নন্দিতা বন্দ্যোপাধ্যায় যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of external affairs) দ্বারা স্বীকৃত মুক্তধারা শিল্পগোষ্ঠীর কর্ণধার। তিনি বাংলা গানের বিভিন্ন ধারাকে সকলের কাছে পৌঁছে দিতে কাজ করেন ও বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বহিরাগত পরীক্ষক হিসেবে কাজ করছেন। এবং আরেকজন ছিলেন বিশিষ্ঠ কত্থক নৃত্যশিক্ষক সৌমেন বসাক।

 

 

তিনি বর্তমানে ডঃ মালাবিকা মিত্রর সঙ্গে কাজ করছেন এবং বিভিন্ন ফেস্টিভ্যালে নৃত্য পরিবেশন করেছেন। যেমন উদয়শঙ্কর ফেস্টিভ্যাল, হলদিয়া উৎসব, কোণারক ফেস্টিভাল ইত্যাদি। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট পুরাতনী সঙ্গীত শিল্পী ও চারুকলা শিল্প পরিবারের সঙ্গীত বিভাগের সভাপতি শ্রী অরিন্দম মুখোপাধ্যায়।

 

 

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল চিত্রকর রাজাবাবুর মুখ দিয়ে লাইভ পেইন্টিং। উপস্থিত সকল বিশিষ্ট গুনীজনদের ও শিল্পীদেরকে মুগ্ধ করেছে রাজাবাবুর এই লাইভ সৃষ্টি। অংশগ্রহণকারী ৭৫ জন শিল্পীর হাতে উত্তরীয়, সম্মাননা পত্র ও স্মারক তুলে দেন মাননীয় অতিথিবর্গরা।

 

 

চারুকলা ফাইন আর্টস শিল্প পরিবারের কর্ণধার ও প্রশাসক শ্রী রাজদীপ দাস জানান , ২০১৯ সালে এই পরিবাবের পথ চলা শুরু এবং এটি এই পরিবারের ৭ম শিল্পপ্রদর্শনী। এর আগেও কলকাতার রামকৃষ্ণ মিশন গোলপার্ক, আকাডেমি অফ ফাইন আর্টস, আর্ট হাইভ, আলতামিরা আর্ট গ্যালারি সহ অন্যান্য গ্যালারিতে এই পরিবার শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত করেছে এবং আগামী দিনেও এমন শিল্পপ্রদর্শনী ওনারা আরও করার ইচ্ছে রাখেন যাতে বাংলার শিল্প ও শিল্পীদের বিভিন্ন কাজ ওনারা সকলের সামনে তুলে ধরতে পারেন।

 

 

১১০টি পেইন্টিং ও বিভিন্ন প্রকারের হস্তশিল্পের সামাগ্রী দিয়ে সাজানো এই “মুক্তধারা” প্রদর্শনী চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। চারুকলা ফাইন আর্টস শিল্প পরিবার সকলকে এই প্রদর্শনী ঘুরে দেখার আমন্ত্রণ রাখেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment