Sasraya News

Sunday, March 16, 2025

Kunal Ghosh : মাথাভাঙার ঘটনায় নিন্দা কুণাল ঘোষ-এর

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : কোচবিহারের মাথাভাঙায় ৪ সেপ্টেম্বর রাত দখল কর্মসূচীতে নাগরিক সমাজের ওপর হামলা। ঘটনার অভিযোগ  শাসক দলের দিকে। এর আগে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসক ও নাগরিক সমাজের আন্দোলনে কোনও কুমন্তব্য করতে নিষেধ করেন দলীয় কর্মীদের। তারপরেও রাত দখল কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মাথাভাঙা। নাগরিক সমাজের রাত দখল আন্দোলনে নাগরিক আন্দোলনরত ক’য়েকজনকে মারধর করা হয় বলে উল্লেখ। এঘটনার নিন্দা করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “মাথাভাঙায় ফের মাথা হেঁট। প্রতিবাদী মহিলাদের মারধর। এই ঘটনার তীব্র নিন্দা করছি। তৃণমূল কংগ্রেসের কেউ থাকলেও তাকে গ্রেফতার করা উচিৎ। কেউ প্রতিবাদীদের আন্দোলনে কিছু বলবেন না। আমরা তাদের সঙ্গে আছি।” এরপরেই কুণাল বাবু বলেন, “তিলোত্তমার ছবি রাস্তায় যে আঁকা থাকবে, এই রাস্তা দিয়ে অনেকে হাঁটাচলা করবে। তার ওপর পা পড়বে। যারা এঁকেছে, তাদের কোনও কাণ্ডজ্ঞান নেই। আমরাও জাস্টিস চাই। কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম ও বিজেপির দালালরা অন্য খেলা খেলতে চাইছে। তার প্রতিবাদ জানাই।”

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Ushasie Chakraborty : ‘ঋতুপর্ণার সঙ্গে কাল যে ব্যবহার করা হয়েছে, তা সমর্থন করতে পারছি না’ : ঊষসী চক্রবর্তী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment