Sasraya News

Sunday, March 16, 2025

Ushasie Chakraborty : ‘ঋতুপর্ণার সঙ্গে কাল যে ব্যবহার করা হয়েছে, তা সমর্থন করতে পারছি না’ : ঊষসী চক্রবর্তী

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে দেখা গিয়েছে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীকে (UShasie Chakraborty)। এই আন্দোলনের একাধিক কর্মসূচীতে দেখা যায় তাঁকে। এবার ৪ সেপ্টেম্বর রাত দখল কর্মসূচীতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) হেনস্থার অভিযোগ ওঠে একাংশের নাগরিক সমাজের বিরুদ্ধে। এবার সতীর্থ অভিনেত্রীর হেনস্থার বিরুদ্ধে নিজের সমাজ মাধ্যমে মুখ খোলেন ঊষসী। লেখেন, ‘‘ঋতুপর্ণার সঙ্গে কাল যে ব্যবহার করা হয়েছে, তা সমর্থন করতে পারছি না। যে আন্দোলনের কেন্দ্রে নারী সুরক্ষা ও সম্মানের বিষয়টি রয়েছে, সেই আন্দোলনেই একজন মহিলার প্রতি এমন আচরণ একেবারেই অনভিপ্রেত।’’ একই সঙ্গে তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়-এর (Swastika Mukherjee) হাসি নিয়ে যে ট্রোল হয়, সে প্রসঙ্গেও সরব হয়েছেন। তিনি লেখেন, ‘‘প্রসঙ্গান্তরে বলে রাখি স্বস্তিকার হাসি নিয়ে ট্রোল করার ব্যাপারটা খুবই নির্বুদ্ধিতায় পরিচায়ক। এতে তাঁদের মনোভাবের দীনতাই প্রকাশ পায়। স্বস্তিকার কিছু এসে যায় না। দীর্ঘ সময় ধরে চলা এই গণ আন্দোলনের মূল শক্তিই হল মানুষের স্বতঃস্ফূর্ততা। এখানে মানুষ হাসবেন, কাঁদবেন, স্লোগান দেবেন, গান গাইবেন, চুপ করে বসে থাকবেন, ইচ্ছে হলে স্লোগানের সাথে নাচবেন, তাতে কার কী?’’ তিনি এও উল্লেখ করেন, তাঁকেও হাসির জন্য ট্রোলের মুখে পড়তে হয়েছিল সম্প্রতি। সে বিষয়ে তাঁর সংযোজন, ‘‘ডার্বি ম্যাচের দিন হেসেছিলাম বলে আমাকেও কিছু মানুষ কটাক্ষ করেছিলেন। তখন কিছু বলিনি, ইচ্ছে হয়নি। এখন এই প্রসঙ্গে বলেই রাখি, হেসেছি, বেশ করেছি। নিরস্ত্র সমর্থকদের আটকাতে ১৪৪ জারি করে মানুষের জমায়েত আটকাতে চেয়েছিল প্রশাসন। সেটা ভেঙে জমায়েতে পৌঁছতে পেরে হেসেছি।” তিনি আরও লেখেন, “পুলিশের সকল প্রচেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের সম্মিলিত জমায়েত দেখে হেসেছি। যথেষ্ট পুলিশ না থাকায় ডার্বি নাকি বাতিল হল, অথচ সে দিন নিরীহ সমর্থকদের আটকাতে বাইপাস জুড়ে থাকা পুলিশবাহিনী দেখে হেসেছি এবং সর্বোপরি ‘চিরশত্রু’ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের এক হওয়ার ঐতিহাসিক সমাবেশে শামিল হতে পেরে হেসেছি। ইচ্ছে হলে আবার হাসব।’’

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : RG Kar Protest : আর জি কর কান্ডে বিশ্বজুড়ে প্রতিবাদ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment