Sasraya News

Sunday, March 16, 2025

RG Kar Protest : আর জি কর কান্ডে বিশ্বজুড়ে প্রতিবাদ

Listen

পিনাকী চৌধুরী ★ কলকাতা : আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সারাদেশ (RG Kar Protest)। গত ১৪ আগষ্ট আপামর জনসাধারণ রাত দখল কর্মসূচি পালন করেছিলেন। দিকে দিকে গর্জে উঠছে ‘ We want justice ‘ স্লোগান। জুনিয়র ডাক্তারদের অভিনব প্রতিবাদ দেখেছে শহর কলকাতা। ভেঙে গেছে, আগলটা ভেঙে গেছে। তাই বোধহয় সাধারণ জনগণ থেকে শুরু করে চিকিৎসক, শিল্পী, অভিনেতা অভিনেত্রী সহ সমাজের সর্বস্তরের মানুষের একটাই দাবি – প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তি। ওদিকে আবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি পেছিয়ে গিয়েছে।‌

 

রাত দখল…। ছবি : সংগৃহীত 

 

এবার বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীরা সংবাদপত্রে রীতিমতো বিজ্ঞাপন প্রকাশ করে বলেছেন ‘আর জি কর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া ঘৃণ্য ও জঘন্যতম অপরাধ আমাদের বাকরুদ্ধ করেছে। আমাদের প্রাথমিক দাবি, অতি দ্রুত সংশ্লিষ্ট অপরাধীদের কঠোরতম শাস্তি। আমরা সর্বান্তকরণে আন্দোলনরত কলকাতার চিকিৎসকদের পাশে আছি।’ আক্ষরিক অর্থেই সত্যিই সারা বিশ্বের চোখ এখন কলকাতার ওপর! তাই আগামী ৮ সেপ্টেম্বর বিভিন্ন দেশের নানা শহরে আর জি কর কান্ডের প্রতিবাদ সংগঠিত হবে। উক্ত দিনে স্থানীয় সময় বিকেল ৫ টায় কানাডা, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপানে বসবাসকারী বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবেন বলে উল্লেখ। এদিকে গতকাল অর্থাৎ ৪ সেপ্টেম্বর কলকাতা থেকে জেলা, সর্বত্রই রাত দখল কর্মসূচি পালন করা হয়েছিল। ঘরের আলো বন্ধ করে পথে নামেন নাগরিক সমাজ। কলকাতা সহ রাজ্যের সব জেলাতে আরও একটা রাত দখল দেখলেন মানুষ। দোষীদের শান্তির দাবীতে গর্জে উঠল মহানগর থেকে জেলা ও গ্রাম-গঞ্জ! অন্যদিকে কোচবিহারে রাত-দখল আন্দোলনকে কেন্দ্র করে শাসক দলের কর্মীদের বচসার খবর সামনে আসে। এই ঘটনায় রাজ্য জুড়ে নাগরিক সমাজ ধিক্কার জানান।

ছবি : সংগৃহীত

আরও খবর : Belgharia : প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকাকে এলোপাতাড়ি কোপাল যুবক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment