Sasraya News

Sunday, March 16, 2025

Allergy Tendency : ব্রিটেনে খাবার থেকে বৃদ্ধি পাচ্ছে অ্যালার্জি

Listen

সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : অ্যালার্জি (Allergy) প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্রিটেনে। এমনই দাবি, একটি গবেষণায়। ওই গবেষণায় দাবি করা হয়, মূলত খাবার থেকে বৃদ্ধি পেয়েছে অ্যালার্জির। শুধু ২০০৮-২০১৮ সাল পর্যন্ত দেশটিতে দ্বিগুণ বা তার বেশি বৃদ্ধি পায় অ্যালার্জি।

 

-প্রতীকী চিত্র

 

প্রি-স্কুলের বাচ্চাদের ভেতর এই প্রবণতা বেশি দেখা যায় বলে উল্লেখ ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকদের। তাঁদের আরও দাবী, এইজন্য ঠিক সময়ে ঔষধ না পড়লে ঘটতে পারে প্রাণহানিও। অ্যালার্জির রক্তচক্ষু মধ্য ব্রিটেনবাসীদের মনে ভয় ধরিয়েছে বলে উল্লেখ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে।

ছবি : প্রতীকী 

আরও খবর : AAP MLA : ইডির হাতে গ্রেফতার আপ বিধায়ক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment