Sasraya News

Friday, March 14, 2025

Malda : রাজ্য সরকারের অনুদান ফেরাল মালদার নাট্যদল

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মালদা : অনুদান ফেরাল মালদার নাট্যদল। এর আগে পুজো ক’য়েকটি পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান ফেরায়। এবার মালদা প্রয়াস নামে একটি নাট্যদল নাট্য মেলার জন্য রাজ্য সরকারের অনুদান ফেরায় বলে উল্লেখ। আরজি কাণ্ডের প্রতিবাদেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর। সূত্রের এও খবর, ওই অনুদান মূল্যের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা। শুধু তা-ই নয়, রাজ্য সরকারের আয়োজিত সমস্ত নাট্যমেলাও ‘মালদা প্রয়াস’ নামে নাট্যদল বয়কটের সিদ্ধান্ত নেয়।

‘মালদা প্রয়াস’-এর সিদ্ধান্ত সম্পর্কে নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন বলেন, ‘মালদা প্রয়াস উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। এরকম সিদ্ধান্ত অন্য অনেকে নেবে বলে মনে হয়। আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎকের খুনের ঘটনার তথ্যপ্রমাণ লোপাট করেছে রাজ্য পুলিশ। আর তার প্রতিবাদ করতে গেলে মুখ্যমন্ত্রী ‘ফোঁস’ করতে বলছেন! উনি এভাবে এই আন্দোলন রুখতে পারবেন না। এই আন্দোলন আর রাজনৈতিক দলগুলির হাতে নেই। সব স্তরের সাধারণ মানুষ এই আন্দোলনে যোগদান করেছেন।’

অন্যদিকে মালদা প্রয়াস-এর কর্ণধার শরদিন্দু চক্রবর্তী-এর কথায়, ‘আরজি কর মেডিক্যাল কলেজে যা ঘটেছে তা নিন্দনীয়। সেই ঘটনার তদন্তে রাজ্য সরকারের ভূমিকায় আমরা সন্তুষ্ট নই। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এবারই প্রথম নাট্য অ্যাকাডেমির তরফে নাট্যমেলা আয়োজনের জন্য ৫০ হাজার টাকা অনুদান পেয়েছিলাম। সেই অনুদান ফেরত পাঠিয়ে দিয়েছি। নির্যাতিতা সুবিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজ্য সরকারের সহযোগিতা গ্রহণ করব না।’

ছবি : সংগৃহীত 

আরও খবর : RG Kar Incident : ছাত্র-ছাত্রী ও বাচ্চাদের প্রতিবাদ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment