



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : লাইম লাইটে মনু ভাকের (Manu Bhaker) ও নীরজ চোপড়া (Niraj Chopra)। অবশ্যই অলিম্পিক্সে পদক জয়ই হেতু। তবে নেটপাড়ায় সম্পর্কের গুঞ্জন পিছু ধরে মনু ও নীরজের। অ্যাথলিট এই দুই অ্যাথলিট অলিম্পিক্স থেকে মোটি তিনটি পদক জয় করে দেশে ফেরেন। প্যারিস অলিম্পিক্স সমাপ্তি পরে কথা বলছিলেন নীরজ ও মনুর মা। ওই ভিডিও ভাইরাল হয়। রুপো জয়ী নীরজের সঙ্গে জোড়া ব্রোঞ্জজয়ী মনুর মায়ের ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হতেই নেটাগরিকরা মনু ও নীরজকে বলতে শুরু করেন ‘লাভ বার্ডস’। এই বিষয়ে মুখ খোলেন মনু ভাকের। তবে নীরজ চোপড়া কিছু বলেননি ওই ভিডিও নিয়ে। আসলেই কী মনু ও নীরজ সম্পর্কে আছেন? কৌতুহলী নেটপাড়া। একটি সংবাদ মাধ্যমে মনু বলেন, ‘আমি এই বিষয়ে খুব বেশি জানি না। যখন ঘটনাটা হয়েছে আমি সেখানে ছিলাম না। কিন্তু ২০১৮ সাল থেকে আমাদের দেখা হয় ইভেন্টের সাইডলাইনে। এ ছাড়া আমাদের কথা বলার তেমন সুযোগ হয় না। আর ইভেন্ট চলাকালীন আমরা খুবই কম কথা বলি। চারিদিকে যে গুজব ছড়িয়েছে, তার কোনও সত্যতা নেই।’ একই প্রসঙ্গে মনুর বাবা কিষাণ ভাকের কথায়, ‘মনুর মা কিন্তু নীরজকে সন্তানের মতোই দেখে। যে ভাবে সারা দেশ জানতে পেরেছিল, নীরজ চোপড়া সোনা জিতেছে টোকিও গেমসে, ঠিক সে ভাবেই একদিন জেনে যাবে নীরজ বিয়ে করল।’ তিনি আরও বলেন যে, ‘মনু এখন খুবই ছোট। এমনকি ওর বিয়ের বয়স পর্যন্ত হয়নি। আমরা ওদের বিয়ে নিয়ে এই মুহূর্তে কিছুই ভাবছি না।’
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : RG Kar Medical College and Hospital : ঐতিহ্যের সাক্ষ বহন করে আরজি কর হাসপাতাল
