



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আরজি কর কাণ্ডে (RG Kar Protest) গুজব ছড়ানোর অভিযোগ ওঠে দুই চিকিৎসকের বিরুদ্ধে। এই মর্মে লালবাজার থেকে ডাক পান ডাঃ কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী।সোমবার দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে অন্য চিকিৎসকরা লালবাজার অভিমুখে রওনা হন। ছিল কড়া পুলিশী প্রহরা।

সোমাবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে থেকে ওই মিছিল লালবাজারের দিকে এগিয়ে যায়। হাতে কালো রিবন বেঁধে মিছিলে হাঁটেন চিকিৎসকরা। ফিয়ার্স লেনে পুলিশের ব্যারিকেড ছিল। সেখানেই মিছিল আটকানো হয় বলে উল্লেখ। পুলিশ কর্তারা মিছিলকারী চিকিৎসকদের জানান, কেবলমাত্র যে দু’জন চিকিৎসক লালবাজার থেকে তলব পেয়েছেন শুধুমাত্র সেই দ’জন চিকিৎসকই ভেতরে যেতে পারবেন। সেই মতো দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী তাঁদের আইনজীবীদের সঙ্গে নিয়ে লালবাজারে প্রবেশ করেন বলে উল্লখ। উল্লেখ্য যে, আরজি কর কাণ্ডের পরে সমাজমাধ্যমে ভিত্তিহীন গুজব ছড়াতে থাকে বলে পুলিশের অভিযোগ। সূত্রের খবর, সেই অভিযোগে দুই চিকিৎসককে তলব করে লালবাজার। সোমবার সেই তলবে সাড়া দেন ডাঃ কুণাল সরকার ও ডাঃ সুবর্ণ গোস্বামী।
ছবি : সংগৃহীত
আরও খবর : RG Kar Protest : আর জি কর কাণ্ডের প্রতিবাদে কালনার প্রতিবাদ কর্মসূচী
