Sasraya News

Friday, March 14, 2025

Rakhi Bandhan: রাখী বন্ধন উৎসব

Listen

পিনাকী চৌধুরী ★ কলকাতা : আজ ১৯ আগষ্ট, সোমবার ঘরে ঘরে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব। ভাইবোনের চিরাচরিত সেই মিষ্টি সম্পর্কে আজ রঙ লাগাবার দিন। বোনেরা ভাইয়ের মঙ্গলকামনায় ভাইয়ের হাতে রাখী পরিয়ে দেন এবং ভাইয়েরা বোনদের হাতে মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দিয়ে রক্ষা করবার প্রতিশ্রুতি দেন। বাজারে হরেকরকম নিত্যনতুন ডিজাইনের রাখী বিক্রি হচ্ছে। স্বাধীনতার আবহে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলমানের মধ্যে সম্প্রতি ও ঐক্য গড়ে তুলতে রাখী বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। যে ঐক্য শান্তি ও সংহতির । কিন্তু সর্বপ্রথম কিভাবে শুরু হয়েছিল এই রাখী বন্ধন উৎসবের? পৌরাণিক মতে একশোটি অপরাধ করবার পরে যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করবার জন্য যুদ্ধে রত, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে যায় এবং রক্তপাত শুরু হয়। তখন দ্রৌপদী তাঁর শাড়ীর আঁচলের একটা টুকরো ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। আর তখনই ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করবার প্রতিশ্রুতি দেন। এরপর আবর্তিত হতে থাকে বিভিন্ন ঘটনাপ্রবাহ। শ্রীকৃষ্ণ ভরা সভায় দ্রৌপদীর বস্ত্র হরণের সময় তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অন্ধ ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেন। অনেকের মতে তখন থেকেই রাখী বন্ধন উৎসবের সূচনা হয়েছিল।

আরও পড়ুন : Sasraya News, Sunday’s Literature Special || 18th August 2024, Issue 29 | সাশ্রয় নিউজ, রবিবারের সাহিত্য স্পেশাল | ১৮ আগষ্ট ২০২৪, সংখ্যা ২৯

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment