



সাশ্রয় নিউজ ডেস্ক ★ ঢাকা : বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল। চরমতম পরিস্থিতির শিকার সনাতনীরা। বাংলাদেশে ছাত্রছাত্রীরা কোটা পদ্ধতি আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। সেই আন্দোলনের জেরে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার স্বেচ্ছায় পদত্যাগ এবং দেশ ত্যাগ করেন। ফলে সেই আন্দোলনকে অনুসরণ করে বিক্ষিপ্তপন্থীরা চড়াও হয় সনাতনীদের উপর। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া, মন্দির ভেঙে দেওয়া, মূর্তি ভেঙে ফেলা ও মানুষের প্রতি অকথ্য অত্যাচার অন্যায়ভাবে মেরে ফেলার মত জঘণ্য ঘটনা ইত্যাদি অভিযোগ এসেছে বাংলাদেশী সনাতনী হিন্দু সংখ্যালঘুদের পক্ষ হতে। আকস্মিকতায় হতভম্ব তারা বলেই জানা যায়।

বাংলাদেশী সনাতনী হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা অবলম্বনে চাই এবং সংসদ ভবনে মন্ত্রী সভায় সংখ্যালঘু সেল গঠন করে নির্যাতনের হাত থেকে রক্ষা করা এবং যারা বাড়ি ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তাদের চিহ্নিত করে পর্যায়ক্রমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ও উৎশৃঙ্খল মস্তিষ্ক প্রসূত সন্ত্রাসবাদীদের গ্রেফতারের অভিযোগে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন শহর জুড়ে এরই প্রতিবাদে সংখ্যালঘুদের অবস্থান বিক্ষোভ। বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা মহানগর, বাংলাদেশে কোথায়, কখন সনাতনী হিন্দুদের মানববন্ধন মিছিল হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হল :
আরও খবর : Purba Burdwan : বজ্রপাতে প্রাণ হারালেন পরিযায়ী শ্রমিক
ঢাকা, শাহবাগ চত্ত্বর, চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম,শহিদ মিনার প্রাঙ্গণ (ইসকন সিলেটের উদ্যোগে), বান্দরবান প্রেসক্লাব, দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গন, ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপার, দিনাজপুর বড় মাঠের সামনে, কালীবাড়ি রোড, হবিগঞ্জ,শহীদ মিনার প্রাঙ্গন, পঞ্চগড়,রংপুর টাউন হল, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ সদর,বরিশাল অশ্বিনী কুমার হল প্রাঙ্গন, বীরগঞ্জ, দিনাজপুর,সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা, ধনপুর,ইটনা,কিশোরগঞ্জ, রাণীশংকৈল কলেজ, ঠাকুরগাও, ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে, লালমনিরহাট মিশনমোড়ে (আজ সকাল ১০টা ), শাপলা চত্বর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, ট্রাফিক পয়েন্ট, নাটোর, নীলফামারী চৌরঙ্গী, শিব মন্দির, রাজশাহী বিভিন্ন স্থানে সময় সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই সময়ের ভিত্তিতে ১ থেকে দুই ঘণ্টা করে বিভিন্ন এলাকায় তাদের জমায়েত হয়ে দাবি গুলি জানিয়ে থাকেন।

আরও পড়ুন : Rosalind Franklin : রোজালিন্ড ফ্রাঙ্কলিন : দ্য ডার্ক লেডি অফ ডি এন এ
আজও আমেরিকার রাস্তায় সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা একজোট হয়ে একটি শান্ত প্রতিবাদ মিছিল বের করেন। তাদের প্রধান ঐ আট দাবি ছাড়াও দুষ্কৃতিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Bangladesh Crisi : বাংলাদেশে আট দফা দাবি নিয়ে রাজপথে সনাতনী হিন্দুরা।
