



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সোমবার বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। পদত্যাগের পরে আশ্রয় নেনে ভারতে। সূত্রের খবর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেন যেতে চান। কিন্তু সে দেশ থেকে এখনও মেলেনি সবুজ সঙ্কেত।
অন্যদিকে, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই বিজয় উল্লাসে মাতে বিক্ষোভকারীরা। দেশটির ক্ষমতা চলে যায় সেনাবাহিনীর হাতে। দেশটির নাগরিকরা এখন তত্বাবধায়ক সরকার কবে গঠিত হবে সেই দিকে তাকিয়ে।
সোমবার থেকে বিক্ষোভকারীদের বিজয় উল্লাস ও বিশৃঙ্খলার ঘটনা আছড়ে পড়ে দেশটির রাজধানী শহর ঢাকা সহ বিস্তীর্ণ বাংলাদেশ জুড়ে। বিক্ষোভকারীরা থানা, সরকারি ভবনে হামলা চালায়। ভেঙে ফেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও। এমনকী, দেশটির বাইরে, নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে ঢুকেও প্রবাসী প্রতিবাদকারীরা ছিঁড়ে ফেলে বঙ্গবন্ধুর ছবি। দূতাবাসকর্মীদের বাধা উপেক্ষা করেই প্রতিবাদীরা ভেতরে প্রবেশ করে বলে সূত্রের খবর।
ছবি : সংগৃহীত
আরও খবর : Bangladesh Update : বাংলাদেশের করুণ সময়। লিখছেন : দেবব্রত সরকার
