



সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : পূজার খেড়কড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ইউপিএসসি (UPSC)। সিভিল সার্ভিস কমিশন জানায়, ২০২২-এর সিভিল সার্ভিস পরীক্ষায় আবেদনে অনিয়মের জন্য বাতিল করা হয়েছে তাঁর প্রার্থীতা। শুধু তাই নয়, এই শিক্ষানবিশ আর কোনও দিন বসতে পারবেন না UPSC –এর কোনও পরীক্ষা।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-এর (Union Public Service Commission) পক্ষ থেকে বলা হয়, ‘তদন্তে জানা গিয়েছে, তিনি তাঁর নাম, তাঁর বাবা এবং মায়ের নাম, তাঁর ছবি/স্বাক্ষর, তাঁর ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তনের মাধ্যমে তাঁর পরিচয় জাল করে, নিয়মের অধীনে অনুমোদিত যে পরীক্ষা দেওয়ার সীমা রয়েছে, তা অতিক্রম করার চেষ্টা করেছিলেন।” উল্লেখ্য যে, প্রায় দু’সপ্তাহ আগে পূজা খেড়করকে (Puja Khedkar) অব্যহতি দেওয়া হয় জেলা প্রশিক্ষণ কর্মসূচি থেকে। ইউপিএসসি-এর অভিযোগ পেয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে দিল্লি পুলিশ। পূজার প্রশিক্ষণ স্থগিত হয়ে যায়। তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয়, মুসৌরিতে ‘লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অব অ্যাডমিস্ট্রেশন’-এ।
প্রসঙ্গত, পূজা খেড়কর (Puja Khedkar) শারীরিক অক্ষমতার নথি জাল করার অভিযোগ ওঠে। ইউপিএসসি-এর পরীক্ষার আবেদনে তিনি দাবি করেন, তাঁর দৃষ্টিশক্তির প্রতিবন্ধকতা বর্তমান। তবে, এইমস হাসপাতালে তাঁকে আটবার তলব করা হলেও পূজা সেখানে দৃষ্টিশক্তি পরীক্ষা করাতে যাননি বলে উল্লেখ। তার আগে অবশ্য শিক্ষানবীশ আইএএস অফিসারের বিরুদ্ধে মুখ্যসচিবের কাছে অভিযোগ করেছিলেন জেলা শাসক। তারপরেই একাধিক অস্বচ্ছতা সামনে আসতে থাকে। উল্লেখ যে, ইউপিএসসি (UPSC) বিতর্কিত শিক্ষানবিশ আইএএস (IAS) অফিসারের বিরুদ্ধে গত বুধবার ৩১ আগষ্ট কড়া ব্যবস্থা গ্রহণ করে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন :
