



সাশ্রয় নিউজ ডেস্ক ★ প্যারিস : দেশকে প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) তৃতীয় পদক এনে দিলেন স্বপ্নীল কুশালে (swpnil Kusale)। প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে পদক জয় স্বপ্নীলের। কেমন ছিল পদক জয়ের মুহূর্ত? স্বপ্নীলের কথায়, ‘হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। আমি শুধু গ্রুপ আর শ্বাস-প্রাশ্বাসের ওপর জোর দিয়েছিলাম।’ তারপরেই তাঁর স্বীকারোক্তি ‘দারুণ লাগছে। আবেগপ্রবণ লাগছে। ফেডারেশন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকার- সবাই যেভাবে পাশে থেকেছে, আমি কৃতজ্ঞ। চাপ ছিল ভারতের জন্য কিছু করতে হবে। এত বছর ধরে পরিশ্রম করছি। ফিরিয়ে দিতে হতো।’ উল্লেখ্য, পুরুষদের ৫০ মিটার রাইফে (Mens 50m Rifle) ব্রোঞ্জ পদক জয় স্বপ্নীলের। তাঁর জয়ের পরে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের প্রত্যন্ত একটি ছোট্ট গ্রাম কম্বলওয়াড়ি। তাঁর মা প্রধান। বাবা স্কুল শিক্ষক, ভাইও স্কুল শিক্ষকতা করেন। প্যারিস অলিম্পিক্সে (#ParisOlympics2024) পদক জেতায় খুশিতে মেতেছে স্বপ্নীলের পরিবার ও গ্রামবাসীরাও।
ছবি : x
আরও পড়ুন : Anshuman Gaekwad Dies : প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়
